
রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন চারটি সরকারি হাসপাতালে দালাল চক্রবিরোধী বিশেষ অভিযানে ১৫ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। এদের মধ্যে পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, দুজনকে অর্থদণ্ড এবং আট জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
রবিবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) এবং শিশু হাসপাতালে এই অভিযান পরিচালিত হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
অভিযান শেষে র্যাব-২ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার সাংবাদিকদের জানান, সরকারি হাসপাতালগুলোতে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি দালাল চক্র হিসেবে সক্রিয় ছিল। তারা রোগীদের অল্প সময়ের মধ্যে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করতো এবং মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো। এমনকি হাসপাতালের ভেতরে ঢুকেই তারা রোগী ও স্বজনদের হয়রানি করতো।
তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ বারবার সতর্কতা জারি করলেও দালাল চক্রের উপদ্রব কমেনি। ফলে জনগণের ভোগান্তি রোধে র্যাব-২ গোয়েন্দা নজরদারি বাড়িয়ে এই অভিযান চালনো হয়।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাতে জানা যায়, তারা বিভিন্ন রোগী ও স্বজনদের টার্গেট করে চিকিৎসার নামে বেসরকারি ক্লিনিকে নেওয়ার চেষ্টা করতো। অভিযানে ধরা পড়া আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে আদালত তাৎক্ষণিক রায় দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান জানান, আটকদের মধ্যে পাঁচ জনকে কারাদণ্ড, দুজনকে জরিমানা করা হয়েছে এবং বাকিদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।