প্রতীকী ছবি
রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দ্বীপ নগর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মুকুল শেখ (৩৭) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রাত সাড়ে ১১টার দিকে কোমায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমএইচ) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মুকুল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সেনা চাপরি গ্রামের মৃত দুলাল শেখের ছেলে। বর্তমানে গাবতলী দ্বীপ নগর এলাকায় থাকতেন।
মুকুলের ছোট ভাই রব্বানী শেখ বলেন, গাবতলীর ওই এলাকায় আমরা দুই ভাই বালু ও সিমেন্ট নিয়ে যাই। রাতে কাজ শেষ করে হেঁটে বাড়ি যাচ্ছিলেন দুই ভাই। এরপর হঠাৎ ১০ থেকে ১২ জন আমাদের ওপর হামলা চালায়। অন্ধকারে এলোপাথাড়ি মারতে থাকে। প্রাণ বাঁচাতে পালিয়ে যায় রাব্বানী। তবে মুকুলকে একা পেয়ে তারা তাকে মারধর করে আহত করে ফেলে। পরে গুরুতর আহত মুকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমাদের দেশে বাড়ির সম্পত্তি নিয়ে এলাকার কামরুল, লালু, আনোয়ার, জাহাঙ্গীর লোকমান, ইয়াছিন, হালিম, ওয়াজেদ ফকিরের সঙ্গে বিরোধ ছিল। আজ তারাসহ আরও ১০/১২ জন আমার ভাইকে আক্রমণ করে পিটিয়ে হত্যা করে। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।