রাজনৈতিক দল নিয়ে মন্তব্য প্রত্যাহারে উপদেষ্টা নাহিদকে ফখরুলের আহ্বান

Featured Image
PC Timer Logo
Main Logo

[]

অন্তর্বর্তী সরকারকে বিবৃতি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি জানি না কেন বা কী প্রেক্ষাপটে তিনি এ কথা বলেছেন; অথবা তিনি এর অর্থ বুঝতে পেরেছিলেন কিনা। এটি একটি বিপজ্জনক বক্তব্য। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। দয়া করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না।’

রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে দুর্বল করার চেষ্টা করছে- তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারকে বিবৃতি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভার আহ্বান জানান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি জানি না কেন বা কী প্রসঙ্গে তিনি এ কথা বলেছেন; অথবা তিনি এর অর্থ বুঝতে পেরেছিলেন কিনা। এটি একটি বিপজ্জনক বক্তব্য। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। আমি মনে করি তার মন্তব্য প্রত্যাহার করা উচিত।


‘দয়া করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না।’

তিনি বলেন, ‘বিএনপিসহ ছাত্র, জনগণ ও রাজনৈতিক দল সবাই অন্তর্বর্তী সরকারকে একটি পরিবেশ তৈরি করার দায়িত্ব দিয়েছে যেখানে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং একটি জনগণের সরকার ও সংসদ প্রতিষ্ঠা করা যায়।’

প্রসঙ্গত, এর আগে বুধবার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন, রাজনৈতিক দলগুলো সংস্কারের চেয়ে নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে।

সচিবালয়ে ব্রিটিশ গ্লোবাল পার্টনারস গভর্নেন্সের (জিপিজি) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে উপদেষ্টা আরও বলেন, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে।

সবচেয়ে কঠিন সময়

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, “এই সময়টা সবচেয়ে কঠিন। একটা ভুল করলে পিছিয়ে পড়বে, অতল গহ্বরে পড়বে। সঠিক পদক্ষেপ নিতে পারলেই হবে। এগিয়ে যাও।’

তিনি বলেন, “আমি আপনাদের অনুরোধ করব, এই দিনগুলোতে অবহেলা করবেন না, তাদের সম্পর্কে জানার চেষ্টা করুন। অনেকেই জানেন না কী হয়েছে। আমাদের দেশের সবচেয়ে বিশিষ্ট ব্যক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষকদের হায়েনারা তুলে নিয়ে গেছে।

‘এই ফ্যাসিবাদী সরকার আমাদের নিয়ে যেত, গুম করত। ঠিক সেভাবেই তাদের (শহীদ বুদ্ধিজীবী) কেড়ে নেওয়া হয়েছে। তারা আর ফিরে আসেনি, রায়েরবাজারে হাত-পা বাঁধা অবস্থায় তাদের লাশ পাওয়া গেছে। আমাদের মনে রাখতে হবে কেন বুদ্ধিজীবীদের জীবন দিতে হয়েছে।’

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, এখন প্রতি মুহূর্তে সাবধানে পথ চলতে হবে। আমরা এমন কিছু বলব না যা আমাদের বিজয় নষ্ট করবে, আমাদের অর্জনকে ধ্বংস করবে।

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তিনি ভারতে আশ্রয় নিয়ে দ্রুত কাজ করছেন। লন্ডনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে ডিজিটাল বৈঠকও করেন তিনি।

‘দেখুন, তারা (আওয়ামী লীগ) অনেক অপপ্রচার করছে, মিথ্যা বলছে- যা বাংলাদেশের জন্য, এই বিপ্লবের জন্য একেবারে বিপরীত। তাই আপনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে প্রতিক্রিয়া জানাতে হবে।

তিনি বিএনপির নেতা-কর্মীদের ফেসবুক, টুইটারসহ সোশ্যাল মিডিয়ায় আরও সম্পৃক্ত হয়ে আওয়ামী লীগের মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে কথা বলার আহ্বান জানান।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন:
< rel="nofollow" href="https://banglanewsbdhub.comnews/50485/Triq-Rhmn-ske-to-be-ptient-in-restoring-emocrcy গণতন্ত্র পুনরুদ্ধারে ধৈর্য ধরতে বলেন তারিক রহমান
< rel="nofollow" href="https://banglanewsbdhub.comnews/50399/Begum-Rokey-pioneer-of-womens-wkening-Fkhrul বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত : ফখরুল
< rel="nofollow" href="https://banglanewsbdhub.comnews/5038/Mirz-Fkhrul-is-Honorry-Life-Member-of-British-Chrity মির্জা ফখরুল ব্রিটিশ চ্যারিটির অনারারি আজীবন সদস্য
< rel="nofollow" href="https://banglanewsbdhub.comnews/508/Attck-on-Assistnt-High-Commission-of-Bnglesh-Violtion-of-Genev-Convention-BNP বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা জেনেভা কনভেনশন লঙ্ঘন: বিএনপি
< rel="nofollow" href="https://banglanewsbdhub.comnews/5008/The-proof-is-tht-ll-the-cses-ginst-Triq-Rhmn-were-conspirtoril-Fkhrul প্রমাণ হলো তারেক রহমানের বিরুদ্ধে সব মামলাই ষড়যন্ত্রমূলক: ফখরুল

[]

https://banglanewsbdhub.comnews/50507/Fkhrul-clls-on-viser-Nhi-to-withrw-his-comments-bout-politicl-prties

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।