রাজশাহীতে দুই মাথা তিন কান চার চোখের বাছুর – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



গাভীর পেট থেকে অলৌকিক এক বাছুর জন্ম নিয়েছে রাজশাহীর দুর্গাপুর উপজেলার নন্দীগ্রামের হিন্দুপাড়ায়। সদ্যভূমিষ্ঠ বাছুরটির দুই মাথা, তিন কান ও চার চোখ রয়েছে। এ নিয়ে উপজেলা ও আশেপাশের এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  অনেকটা অদ্ভুত আকৃতির বাছুরটিকে দেখতে দূর-দূরান্ত থেকে দুর্গাপুর উপজেলার নন্দীগ্রামের হিন্দু পাড়ায় ছুটে আসছেন উৎসুক মানুষ।

জানা যায়, রোববার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নান্দীগ্রাম হিন্দুপাড়ার বাসিন্দা জ্যোতিষ সন্ন্যাসীর (৩৫) বাড়িতে পালিত গাভী এমন একটি বাছুর জন্ম দেয়।

জ্যোতিষ সন্ন্যাসী জানান, গরু-বাছুর পালন করেই তার দিন যায়। তার একটা গাভী একটি বাছুর জন্ম দিয়েছে। হঠাৎ দেখি বাছুরটির দুইটি (জোড়া) মাথা, তিনটি কান ও চারটি চোখ। তবে পা চারটিই রয়েছে। অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গও ঠিক রয়েছে। প্রথমে কিছুটা ভয় পেয়েছিলাম। এমন অদ্ভুত বাছুর কখনোই দেখেনি।

নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী সরদার বলেন, ঘটনাটি তার গ্রামের। খবর পেয়ে বাছুরটি একনজর দেখতে গিয়েছিলেন। বাছুরটি দেখতে অদ্ভুত প্রকৃতির। এ রকম ‘অলৌকিক’ বাছুর দেখার জন্য উৎসুক মানুষজন ভিড় জমিয়েছে জ্যোতিষ সন্ন্যাসীর বাড়িতে।

দুর্গাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, জেনেটিক ডিজঅর্ডারের কারণে বাছুরটি এ রকম বিকলাঙ্গ হয়েছে। এটার তেমন চিকিৎসা নেই। এ রকম বাছুর সাধারণত খুব স্বল্প মেয়াদের জন্য বাঁচে। সাধারণত তা কয়েক ঘণ্টা বা কয়েকদিন বা কয়েক মাস পর্যন্ত বাঁচতে পারে। পিএফজি থেকে জ্যোতিষ সন্ন্যাসীকে আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে।

  • বাছুর
  • রাজশাহী
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।