রাজশাহীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত রিকশাচালকের মৃত্যু – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে আহত হওয়া রিকশাচালক গোলাম হোসেন ওরফে রকি (৪৮) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।

হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, সংঘর্ষের সময় রিকশাচালক গোলাম হোসেনের বুকে ছুরিকাঘাত করা হয়েছিল। এ ছাড়া তার মাথায় আঘাত ছিল। ঘটনার পর থেকেই তার জ্ঞান ফেরেনি। সন্ধ্যার পর তিনি মারা গেছেন।

তবে এ বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হাসান। তিনি বলেন, ‘সংঘর্ষে এ রকম কেউ আহত হয়েছিল বলে আমার জানা নেই। সে মারা গেছে বলেও কেউ আমাকে জানায়নি। দেখি, খোঁজ নিয়ে দেখি।’

গত শুক্রবার সন্ধ্যায় নগরের দড়িখড়বোনা এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আগের দিন রাতে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার ফ্ল্যাটে অভিযান এবং তার ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষে জড়ান বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা। প্রায় চার ঘণ্টা ধরে চলে ওই সংঘর্ষ। তখন ককটেল ফাটানো হয়, গুলিরও শব্দ শোনা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশাচালক গোলাম হোসেন ওই রাতে রিকশা রেখে হেঁটে ভাড়া বাসায় যাচ্ছিলেন। তখন একটি পক্ষের নেতাকর্মীরা তাঁকে বিরোধী পক্ষের লোক ভেবে ছুরিকাঘাত করেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। নিহত গোলাম হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার সাহেবপাড়ায়। রাজশাহী নগরের দড়িখড়বোনা মহল্লায় তিনি স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। শহরে রিকশা চালিয়ে তিনি সংসার চালাতেন।

গোলাম হোসেনের মৃত্যুর বিষয়ে কথা বলতে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী (ঈসা) ও সদস্যসচিব মামুনুর রশিদের মুঠোফোনে কল করা হলে তাঁরা ধরেননি। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমানও (মিনু) ফোন ধরেননি। তাই বিষয়টি নিয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শুক্রবার রাতে সংঘর্ষের একটি পক্ষ ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সদস্যসচিব মারুফ হোসেন (জীবন)। রিকশাচালক গোলাম হোসেনের আহত হওয়া এবং তার মৃত্যুর বিষয়ে জানতে চাইলে মারুফ বলেন, বিষয়টি তিনি জানেন। তবে ঘটনাস্থলে তিনি ছিলেন না। এ জন্য জানেন না কীভাবে ওই ব্যক্তি আহত হয়েছিলেন। আহত রিকশাওয়ালার চিকিৎসার খরচ বহনের পাশাপাশি তার পরিবারের খোঁজখবর রেখেছেন বলে দাবি করেন মারুফ হোসেন।

  • আহত
  • বিএনপি
  • মৃত্যু
  • রিকশাচালক
  • সংঘংর্ষ
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।