রাবিতে ৩৩ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৩৩ শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। ডিসিপ্লিনারি সাব-কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে 11 ডিসেম্বর উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীবের সভাপতিত্বে অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ড সভায় 12 ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের 535তম সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়। শনিবার (21 ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রধান মো লিখেছেন আখতার হোসেন মজুমদার।

র‌্যাগিং, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর সরাসরি হামলা, ষড়যন্ত্র, উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত, ভীতি প্রদর্শন, হলের সিট বাণিজ্য এবং মহিলা ছাত্রীদের কমনরুমে স্লোগান দিতে বাধ্য করা, হল রুমের তালা ভেঙে কক্ষ দখল করা, ছাত্রীদের ঘুম থেকে জাগানো। গভীর রাতে বৈঠক, বিবৃতি বলেন. শিক্ষার্থীদের ব্ল্যাকমেইল করা, শিক্ষার্থীদের জিনিসপত্র চুরি করা, দুর্ব্যবহার করা, মাদক সেবন করা, উচ্চস্বরে গান বাজানো, গান বাজিয়ে শিক্ষার্থীদের পড়ালেখা ও ঘুমের ব্যাঘাত ঘটানো, রাতে তাদের কক্ষে নিয়ে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন করাসহ বিভিন্ন অপরাধে ৩৩ শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। মোবাইল ফোন, পেনড্রাইভ ও ব্যক্তিগত জিনিসপত্র তল্লাশি, হত্যার হুমকি, শিক্ষার্থীদের হয়রানি ও নির্যাতন। .

এদের মধ্যে ৬ জনকে স্থায়ীভাবে বহিষ্কার (ছাত্র না হলে সার্টিফিকেট বাতিল), ৫ জনকে দুই বছরের জন্য বহিষ্কার, ৪ জনকে ১ বছরের জন্য বহিষ্কার, ২ জনকে ১ সেমিস্টারে বহিষ্কার, ১ জনকে এক সেমিস্টারে বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১ হাজার ৫০০ টাকা জরিমানা ও ১৪ জনের রেসিডেন্সি বাতিল এবং ৫ জনকে হলে থাকার সুযোগ দেওয়া হয়েছে। শাস্তিপ্রাপ্তদের মধ্যে প্রাথমিক পর্যায়ে প্রমাণিত অপরাধের জন্য ৫ জন শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হলেও পরবর্তী তদন্ত সাপেক্ষে পুনর্বিবেচনা করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্থায়ীভাবে বহিষ্কৃত ৬ জনকে হলেন- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-আল-গালিব, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, ছাত্রলীগের সাবেক সভাপতি মো. গণিত বিভাগের 2018-19 শিক্ষাবর্ষ, জয়ন্ত কুমার রায় এবং 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অ্যাকাউন্টিং এবং তথ্য সিস্টেমের. মিশকাত হাসান।

২ বছরের জন্য বহিষ্কৃত ৫ জন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী। শামীম রেজা, মোঃ আব্দুল্লাহ আত তাসরিফ মিনহাজুল ইসলাম এবং মুজাহিদ আল হাসান ও আরবি বিভাগের ছাত্র আরিফুল ইসলাম।

এক বছরের জন্য বহিষ্কৃত চারজন হলেন সমাজকর্ম বিভাগের ছাত্রী আলফি শাহরিন আরিয়ানা, জারিফা আহনাফ ইলমা ও প্রাণিবিদ্যা বিভাগের ছাত্রী। আহসানুল হক মিলন ও দর্শন বিভাগের ছাত্র কিশোর পাল।

৬ মাসের জন্য বহিষ্কৃত ২ জন হলেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আনিকা আলম ঊষা ও মরিয়ম আক্তার শান্তা।

৬ মাসের জন্য বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা করা একজন হলেন মার্কেটিং বিভাগের ছাত্র অন্তর বিশ্বাস। এ ছাড়া মাত্র ১ জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. নাজমুল হোসেন নাবিল।

14 জনের রেসিডেন্সি বাতিল করা হবে, তাজরিন আহমেদ খান মেধা, আইন বিভাগের ছাত্রী, মৌচা, চিত্রকলা, প্রাচ্য শিল্প ও প্রিন্টমেকিং বিভাগের ছাত্রী। আশা খাতুন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী নবনীতা বিশ্বাস, ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান পাপদী, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর-ই-জান্নাত কথা ও ফারিনা জামান মীম। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী লিমা খাতুন, সংস্কৃত বিভাগের শিক্ষার্থী ববলী আক্তার, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাফরিন খান প্রিয়া, চারুকলা বিভাগের শিক্ষার্থী বাবলী ইসলাম নিঝুম, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী রাইত ইসলাম, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী কাজী উরবি ইয়াসমিন রূপ, ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মো. ছাত্রী আফ্রিদা বিনতে ইকবাল এবং চিত্রকলা, প্রাচ্য শিল্প ও প্রিন্টমেকিং বিভাগের শিক্ষার্থীরা। আশা খাতুন।

বন্ড প্রদানকারী ৫ জন হলেন ফোকলোর বিভাগের ছাত্রী শামীমা ইয়াসমিন জীবন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্রী নাসরিন আক্তার নেহা, ইতিহাস বিভাগের ছাত্রী তানজিনা আক্তার, চিত্রকলা, প্রাচ্য শিল্প ও মুদ্রণ বিভাগের ছাত্রী মোছা। বিভাগ। হুমায়রা আক্তার ও চারুকলা বিভাগের ছাত্রী মোছা. তামান্না তাসনিম অরিত্র।

নিম্নলিখিত 5 শিক্ষার্থী প্রাথমিক পর্যায়ে প্রমাণিত অপরাধের জন্য খালাস পেয়েছে তবে পরবর্তী তদন্ত সাপেক্ষে পুনর্বিবেচনা করা হবে। তারা হলেন সংস্কৃত বিভাগের ছাত্রী ববলী আক্তার, নৃবিজ্ঞান বিভাগের ছাত্রী জাফরিন খান প্রিয়া, চারুকলা বিভাগের ছাত্রী বাবলি ইসলাম নিঝুম, লোকপ্রশাসন বিভাগের ছাত্রী রাইত ইসলাম ও দর্শন বিভাগের শিক্ষার্থী কিশোর পাল। .

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • শাস্তি
  • ছাত্র
  • উচ্ছৃঙ্খল আচরণ
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।