রাবি কেন্দ্রে ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

Featured Image
PC Timer Logo
Main Logo

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার আঞ্চলিক কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সম্পন্ন হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৬ দশমিক ৪৬ শতাংশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাবি কেন্দ্রের কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গোলাম মর্তুজা।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় মোট মোট পরীক্ষার্থী ছিলেন ১৬ হাজার ৩৩৬ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ১৪ হাজার ১২৪ জন এবং ২ হাজার ২১০ জন অনুপস্থিত ছিলেন। পরীক্ষাটিতে মোট ৮৬.৪৬ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষার নিরাপত্তা বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল। অত্যন্ত সুন্দরভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষার সম্পন্ন হয়েছে। কোনো প্রকার অনিয়মের খবর আমাদের কাছে আসেনি।’

উল্লেখ্য, ঢাকাসহ মোট আটটি বিভাগীয় শহরে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বাংলানিউজবিডিহাব/এসডব্লিউ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)
ভর্তি পরীক্ষা
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।