বুন্দেস লিগায় রূপকথা, অপরাজিত যাত্রা, হারানো জৌলুস ফিরে পাওয়া; লেভারকুসেন এসব কিছুর দেখাই পেয়েছে কোচ জাবি আলোনসোর অধীনে। গত মৌসুমে দায়িত্ব নিয়ে কী এক জাদুর ছোঁয়ায় যেন জার্মান ক্লাবটাকে বদলে দিলেন এই স্প্যানিশ কোচ। অবশেষে লেভারকুসেনের হয়ে রূপকথার গল্প লেখা আলোনসো ছাড়ছেন ক্লাবের দায়িত্ব। কার্লো আনচেলত্তির জায়গায় রিয়াল মাদ্রিদের ডাগ আউটে দাঁড়াবেন তিনি।
তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন আলোনসো। ২০২৮ সাল পর্যন্ত থাকবেন স্প্যানিশ ক্লাবটির দায়িত্বে। জানা গেছে ইতোমধ্যে কোচিং স্টাফের সদস্যদেরও চূড়ান্ত করে ফেলা হয়েছে আলোনসোর জন্য। আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন আসন্ন ক্লাব বিশ্বকাপ থেকে। এরই মধ্য দিয়ে রিয়ালে শেষ হবে আনচেলত্তি অধ্যায়, আর শুরু হবে জাবির পথচলা।
গত মৌসুমে লেভারকুসেনের পূর্ণকালীন কোচ হিসেবে দায়িত্ব পান আলোনসো। দলকে করেছেন অপরাজিত চ্যাম্পিয়ন, সাথে জিতিয়েছেন জার্মান কাপও। চলতি মৌসুমে আর মাত্র দুটি ম্যাচে লেভারকুসেনের কোচ হিসেবে দেখা যাবে আলোনসোকে। আগামীকাল ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের পর শেষ ম্যাচে তার প্রতিপক্ষ ছিল মাইঞ্জ। সেই ম্যাচ শেষে লেভারকুসেন দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে জার্মানি ছেড়েছেন স্পেনের এই বিশ্বকাপজয়ী মিডফিল্ডার।