রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে বৃদ্ধকে গুলি করার অভিযোগ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

রূপগঞ্জে এক বৃদ্ধকে গুলি করার অভিযোগ উঠেছে শফিকুল ইসলাম নামের এক যুবদল নেতার বিরুদ্ধে। গত সোমবার রাতে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শফিকুল ইসলাম তারাব পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। স্থানীয়রা জানান, গতবছর এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিব ও উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য রিপনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় যুবদল নেতা শফিকুল ইসলাম তাঁর ভাগনে ছাত্রলীগ নেতা শাকিবের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় শফিকুলকে কুপিয়ে জখম করা হয়।

গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর থেকে সংঘর্ষে আহত হওয়ার ক্ষতিপূরণ বাবদ প্রতিপক্ষ রিপনের পরিবারের কাছে তিন লাখ টাকা চেয়ে আসছেন শফিকুল ইসলাম ও তাঁর ভাগনে শাকিব। এরই জের ধরে গত সোমবার রাতে রিপনের খোঁজে যান শফিকুল। তাঁকে না পেয়ে তাঁর মামা শামসুদ্দোহার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান তিনি। এক পর্যায়ে তাঁকে গুলি করেন শফিকুল। পরে স্থানীয়রা উদ্ধার করে শামসুদ্দোহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। আমি কাউকে গুলি করিনি। কারো কাছ থেকে চাঁদাও চাইনি। আমার কোনো প্রতিপক্ষ আমাকে ফাঁসানোর জন্য আমার বিরুদ্ধে অপবাদ রটাচ্ছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, শামসুদ্দোহা নামের এক বৃদ্ধ গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে আমাদের কাজ চলছে।

সূত্র : সমকাল

  • অভিযোগ
  • গুলি
  • যুবদল নেতা
  • রূপগঞ্জ
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।