প্রতীকী ছবি
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক ভবনের চতুর্থ তলা থেকে লাফ দিয়ে এক রাশিয়ান নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৪টায় গ্রিনসিটির ৯ নম্বর ভবনের ৪২ নম্বর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
নিহত রুশ নাগরিকের নাম পাশতারুক সেনিয়া (৪০)। তিনি রূপপুর প্রকল্পের এসএমইউ-১ কোম্পানিতে কর্মরত ছিলেন।
এদিকে ঘটনার কিছুক্ষণ পর গ্রিন সিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদসহ রূপপুর ফাঁড়ির সদস্যরা সকালে গ্রিন সিটি এলাকা পরিদর্শন করেন।
রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার জানান, নিহত রুশ নাগরিক ও তার স্বামীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। গ্রিনসিটির নিরাপত্তা কর্মীরা জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে তুলে নিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।