রোনালদোকে ছোঁয়ার ম্যাচে রিয়ালকে জেতালেন এমবাপে

Featured Image
PC Timer Logo
Main Logo

গোলের পর এমবাপের উদযাপন

ক্রিশ্চিয়ানো রোনালদো তার ‘আইডল’, কথাটা ক্যারিয়ারের শুরু থেকেই বলে এসেছেন তিনি। কিলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পেছনে অন্যতম কারণও সিআর সেভেনই। এবার রিয়ালের জার্সি গায়ে সেই রোনালদোকেই ছুঁলেন এমবাপে। লেগানেসের বিপক্ষে তার গোলেই দারুণ এক জয় পেয়েছে রিয়াল।

সান্তিয়াগো বার্নাব্যুতে ৩২ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন এমবাপে। পেনাল্টি থেকে গোল করেন তিনি। সেই লিড অবশ্য এক মিনিটও ধরে রাখতে পারেনি রিয়াল। ডিয়েগো গার্সিয়ার গোলে ৩৩ মিনিটের মাথায় সমতা ফেরায় লেগানেস।

হাফ টাইমের ঠিক আগে রিয়ালকে চমকে দিয়ে লিড নেয় লেগানেস। ৪১ মিনিটে গোল করে লেগানেসকে আনন্দে ভাসান দানি রাবা। ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লেগানেস।

বিরতির পরপরই ম্যাচে সমতা ফেরায় রিয়াল। জুড বেলিংহামের ৪৭ মিনিটে করা গোলম্যাচে ২-২ এ সমতা ফেরে। ম্যাচের ৭৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন এমবাপে।

এই গোলে নিজের প্রথম মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে এখন পর্যন্ত ৩৩ গোলের দেখা পেলেন এমবাপে। এই গোল করতে এমবাপের লেগেছে ৪৪ ম্যাচ। ২০০৯-১০ মৌসুমে রিয়ালে যোগ দেওয়ার পর নিজের প্রথম মৌসুমে ৩৩ গোল পেয়েছিলেন রোনালদো। মৌসুমের এখনো অনেকটাই বাকি থাকায় নিশ্চিতভাবেই রোনালদোকে ছাড়িয়ে যাবেন এমবাপে।

এই জয়ে ২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনার পাশে বসল রিয়াল। এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা।

banglanewsbdhub/এফএম

কিলিয়ান এমবাপে
ক্রিশ্চিয়ানো রোনালদো
রিয়াল মাদ্রিদ
লা লিগা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।