লন্ডনে ‘শরিয়াহ আইন’ জারি করতে চান মেয়র সাদিক :  জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে ট্রাম্প – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



ছবি : সংগৃহীত

জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, লন্ডনের মেয়র সাদিক খান শহরে শরিয়াহ আইন জারির চেষ্টা করছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বক্তব্যে ট্রাম্প বলেন, আমি লন্ডনের দিকে তাকাই, যেখানে একজন ভয়াবহ মেয়র আছেন; ভয়াবহ, ভয়াবহ মেয়র। লন্ডন পুরোপুরি বদলে গেছে। এখন তারা শরিয়া আইনে যেতে চায়, অথচ সেটা ভিন্ন দেশ।’ এ সময় তিনি তার ঘনিষ্ঠ মহলের প্রচারিত একটি পুরোনো ও অপ্রমাণিত অভিযোগের পুনরাবৃত্তি করেন।

ট্রাম্প সতর্ক করে বলেন, ইউরোপের অভিবাসন নীতি ও ‘আত্মঘাতী পরিকল্পনা’ পশ্চিম ইউরোপের পতন ডেকে আনতে পারে। এভাবে চলতে পারে না। তোমরা (অভিবাসী মুসলিম) তোমাদের দেশগুলোকে ধ্বংস করছ। ইউরোপ ভয়াবহ সংকটে আছে। এমন এক অবৈধ অভিবাসী বাহিনী দ্বারা ইউরোপ আক্রান্ত হয়েছে, যা ইতিহাসে আগে কখনও দেখা যায়নি। অবৈধ অভিবাসীরা ঢল নেমে আসছে ইউরোপে।

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হামাসকে পুরস্কৃত করার শামিল বলে জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সংঘাতকে আরও উৎসাহিত করতে জাতিসংঘের কিছু সদস্য একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে। তা হবে হামাসের সন্ত্রাসীদের নৃশংসতার জন্য অনেক বড় পুরস্কার হবে। ৭ অক্টোবরের ঘটনাসহ ভয়াবহ নৃশংসতাগুলোর জন্য হামাসের পুরস্কার।

এদিকে,  জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) বিশ্বনেতাদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ‘প্রধান অর্থদাতা’ ভারত ও চীন। কারণ তারা রাশিয়ার তেল ক্রয় অব্যাহত রেখেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীন ও ভারত রাশিয়ার তেল ক্রয় অব্যাহত রেখে চলমান যুদ্ধের প্রধান অর্থদাতা। এই বিষয়টি অমার্জনীয়। পাশাপাশি ন্যাটো দেশগুলিও রাশিয়ান জ্বালানি এবং পণ্য আমাদানি খুব বেশি বন্ধ করেনি। আমি প্রায় দুই সপ্তাহ আগে জানতে পেরেছিলাম এবং আমি খুশি ছিলাম না। তারা নিজেদের বিরুদ্ধে যুদ্ধে অর্থায়ন করছে। কেউ কখনও এই কথা শুনেছে?

বিশ্বব্যাপী সংঘাতের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি ক্ষমতায় ফিরে আসার পর থেকে সাতটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন। তিনি ইসরায়েল ও ইরান, পাকিস্তান ও ভারত, রুয়ান্ডা ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, থাইল্যান্ড ও কম্বোডিয়া, আর্মেনিয়া ও আজারবাইজান, মিশর ও ইথিওপিয়া এবং সার্বিয়া ও কসোভোর মধ্যে সংঘাতের কথা উল্লেখ করে বলেন, অন্য কোনও রাষ্ট্রপতি এর কাছাকাছি কিছু করেননি।

  • জাতিসংঘ
  • ট্রাম্প
  • ভাষণ
  • মেয়র
  • লন্ডন
  • শরিয়াহ আইন
  • সাদিক খান
  • সাধারণ অধিবেশন
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।