‘একাতার আমাদের অহংকার, বিজয় আমাদের অহংকার’, একাতারের অর্জন যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 1970-এর দশকের চেতনাকে ধারণ করে এমন আরও সাংস্কৃতিক স্থানের প্রয়োজন। গত শনিবার (২৮ নভেম্বর) পূর্ব লন্ডনের ব্রিকলেনের একটি রেস্তোরাঁয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুক্তরাজ্য শাখা আয়োজিত ‘হৃদয়ে ৭১’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাজ্যের সভাপতি মুক্তিযোদ্ধা খলিল কাজী ওবি’র সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা কাউন্সিলর মুজিবুর রহমান জসিম ও কবি আজিজুল হকের সভাপতিত্বে বৃটেনে বসবাসরত মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, চিকিৎসক, গবেষক ও কবি-সাহিত্যিকরা অংশ নেন। আম্বিয়া।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ জালাল উদ্দিন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গবেষক ও মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন ড. কাজী মখলিছুর রহমান মুকুল, মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, বার্কিং অ্যান্ড দাগেনহাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর মঈন কাদরী, সত্যব্রত দাস স্বপন, সংগঠনের সহ-সভাপতি কবি ও কাউন্সিলর আবদুল আজিজ তাকী, মানবাধিকার কর্মী আবদুল আহাদ চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবায়ক আহমেদ চৌধুরী প্রমুখ। হোসেন, রাজনীতিবিদ সরব আলী, রফিকুল উল্লাহ, মানবাধিকার কর্মী জাহানারা রহমান, রাজনীতিবিদ সৈয়দ চুরুক আলী, সাংবাদিক আনসার আহমেদ উল্লাহ, কবি নজরুল ইসলাম আকিব, সাংবাদিক কামরুল আই রাসেল প্রমুখ।
সভায় বঙ্গবন্ধুর বাড়িসহ সরকারি ভবনে হামলা ও বঙ্গবন্ধুর ছবি অপসারণের তীব্র নিন্দা জানানো হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সংস্কৃতিকর্মী স্মৃতি আজাদ। মুজিবুল হক মনি, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গণি।