সম্প্রতি বাংলাদেশ টি-টোয়েন্টি দলের স্থায়ী অধিনায়কত্ব পেয়েছেন লিটন দাস। ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত লিটনকে দায়িত্ব দেওয়া হয়েছে। লিটন কেমন করবেন সেটা সময়ই বলে দিবে। তবে যেহেতু অনেকদিন ধরে লিটনের ব্যাটে রান নেই ফলে লিটনকে নিয়ে প্রশ্ন অনেকের। এদিকে, বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন অধিনায়ক লিটনের প্রসংশায় পঞ্চমুখ। লিটনকে খু্বই কৌশলী অধিনায়ক বলেছেন সালাউদ্দিন।
চলতি মাসে থেকেই অধিনায়ক লিটনের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই মাসেই সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেখান থেকে পাকিস্তান যাওয়ার কথা যেখানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা বাংলাদেশ দলের।
দুই সিরিজকে সামনে রেখে মিরপুরে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ। আজ অনুশীলনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সহকারী কোচ সালাউদ্দিন।
অধিনায়ক লিটনের বিষয়ে বলতে গিয়ে সালাউদ্দিন বলেন, ‘শক্তির জায়গা যদি বলেন, আমি বলব, সে খুব ভালো ট্যাকটিশিয়ান (কৌশলসম্পন্ন)। ফিল্ডিং সাজানো সম্পর্কে, বোলারের শক্তি সম্পর্কে তার ভালো আইডিয়া আছে। প্রতিপক্ষ নিয়ে সে খুব ভালো গেম অ্যানালিসিস করে। টি-টোয়েন্টিতে কীভাবে ফিল্ড সেটআপ করতে হয়, কীভাবে খেলাটা এগিয়ে নিতে হয়, কীভাবে ব্যাট করতে হয়, সেসব সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে। উইকেট বলেন, দল সামলানো বলেন, সব সম্পর্কে তার ধারণা ভালো। এটা তার শক্তি।’
বিভিন্ন সময় ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন লিটন। গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার নেতৃত্বেই সিরিজ জিতেছিল বাংলাদেশ। তবে ব্যাট হাতে তার পড়তি ফর্ম বড় দুশ্চিন্তারই বটে। সালাউদ্দিনের প্রত্যাশা, লিটন এই জায়গা থেকে বেরিয়ে আসবেন দ্রুতই।
সালাউদ্দিন বলেন, ‘দুর্বলতা যদি বলেন, সে কিছুদিন রান করেনি। আপাতত এটা তার দুর্বলতা। আমি মনে করি, এটা থেকে বেরিয়ে আসবে।’
গণমাধ্যমে কম কথা বলাতে লিটনের বিষয়ে অনেকে ভুল ধারণা তৈরি হয়েছে বলেছেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘লিটনকে আমরা একটু অন্যভাবে দেখি, কথা কম বলে। যারা কাছ থেকে দেখে, তারা ভুল ধারণা করবে না। যে ভুল ধারণা সাকিবের বেলায় আপনাদের ছিল। মনে হয়, তারা অনেক কিছু করে না। আসলে লিডার হিসেবে যতটুকু করার তার চেয়ে বেশি করে।’
‘বাংলাদেশ দলের অধিনায়ক মানে পুরো দেশেরই অধিনায়ক, এটা আপনাদের মানতে হবে। আপনারা হয়তো অনেকে ওকে অপছন্দ করেন। বাংলাদেশ দলের অধিনায়কত্ব করাটা বাইরে থেকে সহজ মনে হলেও এটা সহজ কাজ না। এটা অনেক কঠিন কাজ। আমাদের সবাইকে সাপোর্ট করতে হবে।’-যোগ করেছেন সালাউদ্দিন।
অধিনায়ককে পূর্ণ সমর্থন দেওয়ার বিষয়েও পরিস্কার বার্তা দিয়েছেন বাংলাদেশের পরিচিত এই কোচ, ‘অধিনায়ক হিসেবে কৌশল ঠিক করা, দল চলানো সবই লিটনের ভালো। সে চেষ্টা করছে কীভাবে আগাতে হবে। একটা অধিনায়কই দলটা চালায়। আমরা যারা বাইরে আছি, বা যারা বোর্ডে আছেন আমরা দল চালাব না। দল চালাবে অধিনায়ক। তাকে সেই ফ্রিডমটা দিলে সে ভালো করবে। অধিনায়কত্ব যে করে তার উপর পুরো দেশের চাপ থাকে। তাকে সমর্থন দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। আপনারা যারা মনে করেন বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা সহজ তারা ভুল রাজ্যে আছেন।’