শঙ্কা কাটিয়ে বিশ্বকাপে বাংলাদেশ

Featured Image
PC Timer Logo
Main Logo

বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম তিন ম্যাচেই বড় ব্যবধানে জিতে বিশ্বকাপে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে তার পরের দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরে শঙ্কাও জেগেছিল। সেই শঙ্কা কেটে গেল আজ। আগামী ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের।

বাংলাদেশের ভাগ্য নির্ভর করছিল ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে। ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ১০ ওভারে ১৬৭ রান তুলতে পারলে বাংলাদেশকে পেছনে ফেলে বিশ্বকাপের টিকিট পেতেন ক্যারিবিয়ানরাই। কিন্তু সেই সমীকরণ মিলাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত জিতেছে ১০.৫ ওভারে। যাতে পয়েন্ট সমান হলেও রান রেটের দিক দিয়ে বাংলাদেশের পেছনেই থাকল তারা। বাংলাদেশের রানরেট +০.৬৩৯, আর ওয়েস্ট ইন্ডিজের রানরেট শেষ পর্যন্ত দাঁড়িয়েছে +০.৬২৬। বলা যায়, অল্পের জন্য বিশ্বকাপের টিকিট মিস হয়নি বাংলাদেশের।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) পাকিস্তানের লাহোরে আগে বোলিং করে থাইল্যান্ডকে ১৬৬ রানে গুটিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। ১০ ওভারের মধ্যে এই রান টপকাতে পারলে বিশ্বকাপের টিকিট পেত ক্যারিবিয়ানরা। পরে সেই লক্ষ্যেই ব্যাটিং করেছে ওয়েস্ট ইন্ডিজ।

অধিনায়ক হেইলি ম্যাথিউস ওপেনিংয়ে নেমে মাত্র ২৯ বলে ১১ চার ২ ছক্কায় ৭০ রান করেছেন। তিনে নেমে চিনেল হেনরি মাত্র ১৭ বলে ৪৮ রান করে অপরাজিত ছিলেন। তবে শেষের হিসেবটা মিলাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

বাছাই পর্বে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে থ্যাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড ও তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে ৬ পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ। তবে তার পরের দুই ম্যাচে হেরে বিশ্বকাপ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে হারটা ছিল বিশাল ব্যবধানের। তবে শেষ পর্যন্ত শঙ্কা কাটিয়ে বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ। বাছাই পর্ব থেকে বাংলাদেশের সঙ্গে প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে পাকিস্তান।

banglanewsbdhub/এসএইচএস

বাংলাদেশ নারী ক্রিকেট দল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।