শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র হাতে মহড়ার ছবিতে তোলপাড় – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



সিলেটের জকিগঞ্জের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ১২ যুবকের অস্ত্র হাতে মহড়ার ছবিতে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা তুঙ্গে ওঠে স্থানীয়দের মাঝে।

শনিবার বিষয়টি নজরে এলে প্রতিক্রিয়া জানান সুশীল সমাজের সদস্যরা। ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এসব ছবি। উপজেলার ঐতিহ্যবাহী হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ, সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন এবং প্রতিভা নিবাসের মতো আবাসিক প্রতিষ্ঠানের সামনে এই মহড়া চলে। এই যুবকরা কে বা কারা এবং কি উদ্দেশ্যে তাদের এমন মহড়া, এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

ছবিতে দেখা যায়, দা, ছুরি, লাঠিসহ ১২ জন যুবক পাশাপাশি হেঁটে যাচ্ছে। তাদের চোখে মুখে কোনো ভয় নেই। তিনটি প্রতিষ্ঠানে অধ্যয়নরত হাজার হাজার শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে গেছে। মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্ত্র হাতে বহিরাগতদের এমন ছবির সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত এদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম ভৌমিক বলেন, প্রতিষ্ঠান ছুটির পর কিংবা বন্ধের দিনে হয়তো এ ভিডিও ধারণ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতর এমন ভীতিকর ভিডিও ধারণ গুরুতর অপরাধ যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

হাফছা মজুমদার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদ মহিউদ্দিন আজাদ বলেন, শৃঙ্খলা ও মর্যাদা নষ্টের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। তাদের প্রতিষ্ঠানে এসবের স্থান হবে না। স্থান নয়, এটি শিক্ষার মর্যাদা, নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতীক। কিছু সংখ্যক ব্যক্তি আমাদের ক্যাম্পাসে প্রবেশ করে ভীতিকর ও নিন্দনীয় ছবি সামাজিক মাধ্যমে প্রচার করেছে, যা শিক্ষাঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তারা যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। রোববার (আজ) এ ব্যাপারে করণীয় বিষয়ে জরুরি বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন।

  • অস্ত্র
  • মহড়া
  • শিক্ষাপ্রতিষ্ঠান
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।