শিগগিরই ইইউ’র ওপর শুল্ক বসাবেন ট্রাম্প

Featured Image
PC Timer Logo
Main Logo

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

চীনের পরে এবার ইইউ’র পণ্যের ওপরেও শুল্ক আরোপ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যাপক বাণিজ্য ঘাটতি রয়েছে। সেজন্য ইউরোপকে যুক্তরাষ্ট্র থেকে বেশি পরিমাণ পণ্য আমদানি করতে হবে। বিশেষ করে গাড়ি ও কৃষিজাত পণ্যের আমদানি বাড়াতে হবে।

এই প্রসঙ্গে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়নের ওপর নিশ্চিতভাবেই শুল্ক বসানো হবে। তবে কবে বসানো হবে তা বলছি না। খুব তাড়াতাড়িই তা হবে।’

এর আগে, চীনের পণ্যের ওপর ১০ শতাংশ হারে শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। তবে মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক স্থগিত করেছেন তিনি। চীনের সঙ্গেও আলোচনায় বসবেন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, যুক্তরাজ্য নিয়ে ট্রাম্প বলেছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো। তারপরও যুক্তরাজ্য়ের উপর শুল্ক বসানো হতে পারে।

এই ব্যাপারে ট্রাম্প বলেছেন, ‘স্টারমার চমৎকার মানুষ। আমাদের মধ্যে দু’বার বৈঠক হয়েছে। তাছাড়া বহুবার আমরা ফোনে কথা বলেছি। আমরা খুব ভালোভাবে এগুচ্ছি। আমরা দেখবো, আমাদের বাজেটে সমতা রক্ষা করতে পারি কি না।’

বাংলানিউজবিডিহাব/এসডব্লিউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্র
শুল্ক আরোপ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।