জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির প্রথম আসরে শিরোপা জিতেছিল রংপুর বিভাগ। এবারের দ্বিতীয় আসরেও শিরোপা জয়ের কাছাকাছি রংপুর। এনসিএল ফাইনালে আজ সিলেট বিভাগকে ১৩৬ রানে আটকে রেখেছে রংপুর।
রোববার (১২ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে সিলেটের ব্যাটিংটা একদমই ভালো হয়নি। সিলেটের লম্বা ব্যাটিং লাইনআপ। তবে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি।
টপ অর্ডার ব্যাটার ইমরানুজ্জামান (০), পারভেজ হোসেন জীবন (৮) সৌম্য সরকার (৮), এনামুল হক বিজয় (১২) পুরোপুরি ব্যর্থ। মিডল অর্ডারে আফিফ হোসেন ধ্রুবরাও সুবিধা করতে পারেননি, আউট হয়েছেন ১৪ রানে।
সিলেটের হয়ে হাল ধরেছিলেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। একপ্রান্ত আগলে রেখে ৩২ বলে একটি চার তিনটি ছক্কায় ৪৪ রান করেন মিঠুন। সাত নম্বরে ব্যাট করতে নামা পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ১৩ বলে ২৪ রান করেছেন দুটি করে চার-ছয়ে। সিলেট বলার মতো একটা স্কোর পেয়েছে এই দুজনের কল্যাণেই।
রংপুরের অধিনায়ক আকবর আলি ম্যাচে আট বোলার ব্যবহার করেছেন। ২ উইকেট নিয়ে তাদের মধ্যে সবচেয়ে সফল আবদুল্লাহ আল মামুন। ১টি করে উইকেট নিয়েছেন নাসুম, হাসিম, ইকবাল, এনামুল ও আলাউদ্দিন বাবু।