টেস্ট সিরিজে হেরেছেন তারা। ওয়ানডে সিরিজে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত সিরিজ হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে বাংলাদেশকে। সফরের টি-২০ সিরিজের শেষ ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা। বাংলাদেশ কি পারবে শেষটা রাঙিয়ে টি-২০ সিরিজ জিতে দেশে ফিরতে?
টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দারুণ এক জয়ে অবশ্য সিরিজে সমতা ফিরিয়েছে লিটন দাসের দল। সিরিজে এখন তাই ১-১ এ সমতা।
প্রথম টি-২০তে হতাশাজনক পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচে আসার আলো দেখিয়েছে বাংলাদেশ দল। বিশেষ করে লিটন দাসের ফিফটির সঙ্গে অন্য ব্যাটারদের রানে ফেরা স্বস্তি ফিরিয়েছে স্কোয়াডে। সিরিজ নির্ধারণী ম্যাচেও দলের ব্যাটাররা রান পাবেন, এমনটাই প্রত্যাশা সমর্থকদের।
ব্যাটারদের মতো গত ম্যাচে বোলারদের দাপট দেখিয়েছেন। পেস ও স্পিন, দুই বিভাগই লংকান ব্যাটারদের নাকানিচুবানি খাইয়েছেন। বিশেষ করে রিশাদের ঘূর্ণিজাদুতে কুপোকাত লংকান ব্যাটাররা।
সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে দুই পরিবর্তন। মেহেদি মিরাজের পরিবর্তে মাঠে নামতে পারেন শেখ মাহেদি। মোহাম্মদ সাইফউদ্দিন বা শরিফুলের পরিবর্তে একাদশে ঢুকতে পারেন তাসকিন কিংবা তানজিম সাকিব। শ্রীলংকা একাদশে অবশ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
১৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭টায় হবে বাংলাদেশ-শ্রীলংকা টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।