প্রথম ম্যাচে হংকংকে হেসেখেলেই হারিয়েছে হারা। দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে বাংলাদেশের সামনে আজ শ্রীলংকা। লংকানদের হারালেই পরের রাউন্ড নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। শ্রীলংকার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ?
হংকংয়ের বিপক্ষে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তাসকিন, সাকিব ও মোস্তাফিজের সঙ্গে ছিলেন রিশাদ ও মাহেদি।
শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের বোলিং আক্রমণে পরিবর্তন আসার সম্ভাবনা কম। শুধু মাহেদির পরিবর্তে স্পিনার নাসুম আহমেদকে দেখা যেতে পারে একাদশে। বাঁহাতি স্পিনার হিসেবে লংকান ব্যাটারদের বিরুদ্ধে বাড়তি সুবিধা পেতে পারেন নাসুম, এই ধারণাতেই দলে নেওয়া হতে পারে তাকে।
ব্যাটিং বিভাগেও নেই পরিবর্তের আভাস। আগের ম্যাচে রান পাওয়া টপ অর্ডারই লংকানদের বিপক্ষে মাঠে নামবে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন/নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।