ষড়যন্ত্রকারীদের বলে দেবেন, আপা আর আসবে না : চট্টগ্রাম পুলিশ সুপার – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেছেন, ‘ষড়যন্ত্রকারীদের বলে দেবেন, আপা আর আসবে না।’  মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউসে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, শত্রুরা কিন্তু আবার আসার প্রস্তুতি নিচ্ছে। তাই জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জুলাইযোদ্ধাদের উদ্দেশে সাইফুল ইসলাম সানতু বলেন, আপনারা আপনাদের ভাইদের কখনো ভুল বুঝবেন না। আপনারা যারা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে যুক্ত হয়েছেন, তারা আজীবন ঐক্যবদ্ধ থাকবেন। কেউ আপনাদের পরাজিত করতে পারবে না। তবে আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, কেউ রক্ষা করতে পারবে না। আপনাদের সঙ্গে আমরা যারা প্রশাসনে রয়েছি, আমাদেরও আপনাদের মতো একই পরিণতি বরণ করতে হবে।

তিনি বলেন, আপনারা যদি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে মুক্ত রাখতে চান, তবে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে।

জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় আরও বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ।

  • চট্টগ্রাম
  • পুলিশ সুপার
  • ষড়যন্ত্রকারী
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।