সংস্কার প্রস্তাব নিয়ে আমরা আগ্রহী নই: জিএম কাদের

Featured Image
PC Timer Logo
Main Logo

শনিবার বনানীস্থ কার্যালয়ে প্রেসিডিয়াম সদস্যদের সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের – ছবি : বাংলানিউজবিডিহাব

ঢাকা: ‘বর্তমানে দেশকে বিভক্ত করে যে সংস্কার প্রস্তাব তৈরি করা হয়েছে, তা একপেশে ও বাস্তবতার ততটা সঙ্গতিপূর্ণ নয়’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

তিনি বলেন, ‘এ কারণে সংস্কার প্রস্তাব নিয়ে আমরা আগ্রহী নই। নির্বাচিত পার্লামেন্টে আলাপ-আলোচনার মাধ্যমে সংস্কার প্রস্তাব নিয়ে আমরা কাজ করতে চাই ‘

শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে প্রেসিডিয়াম সদস্যদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘অনেক আগেই আমরা সংবিধান সংস্কারের দাবি তুলেছি। তবে সংস্কার হতে হবে একটি নির্বাচিত পার্লামেন্টে। নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোন সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয়। এর বাইরে যদি সকল রাজনৈতিক দলের সম্মতিতে সংস্কার হয়, তাহলে সেটা নির্বাচিত পার্লামেন্টে গ্রহণযোগ্য করা যায়।’

তিনি বলেন, ‘অনিশ্চয়তার মধ্য দিয়ে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। কেউ জানে না- কেমন হবে দেশের ভবিষ্যত। এমন বাস্তবতায় আমাদের রাজনীতি নিয়ে এগিয়ে যেতে হবে। একটি নির্বাচন হবে, আমরা প্রস্তুতি নিচ্ছি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভূক্তিমূলক ও দেশে-বিদেশে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই দেশের বর্তমান অচলাবস্থা ও অনিশ্চয়তা থেকে মুক্তি দিতে পারে।’

‘জাতীয় পার্টির সাথে বর্তমান সরকার বৈষম্যমূলক আচরণ করছে’- এমন অভিযোগ তুলে জিএম কাদের বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে। আমাদের স্বাভাবিক রাজনীতিতে বাধা সৃষ্টি করা হচ্ছে।

এভাবে চলতে থাকলে কি বর্তমান সরকার সবার জন্য লেভেল প্লেইংফিল্ড তৈরি করতে পারবে, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি হবে- এমন প্রশ্ন তুলে তিনি বলেন, তবে জাতীয় পার্টি মাঠে থাকবে। আমরা দেশের মানুষের অধিকার আদায়ের রাজনীতিতে কখনোই পিছপা হব না। শত নির্যাতনেও আমরা মানুষের অধিকারের প্রশ্নে চুপ থাকবো না। মানুষের অধিকার নিশ্চিত করতে আমরা রাজপথেই থাকবো।

জিএম কাদের বলেন, এদিকে সরকারের সহায়তায় কয়েকটি রাজনৈতিক দল রাজনীতির মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। তারা সরকারের সাথে সম্পর্ক রেখে সরকারি দলের মত আচরণ করছে। তারা ক্ষমতার মোহে দেশকে বিভক্ত করছে। বিভিন্ন অজুহাতে জাতীয় নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে। অপরদিকে দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বেকারত্বের বিস্তার ব্যাপক। নিত্যপণ্যের দাম বাড়ায় দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। মানুষের জান-মালের নিরাপত্তা নেই। প্রশাসনের কাছে কোন সেবা পাচ্ছে না মানুষ।

বাংলানিউজবিডিহাব/এএইচএইচ/আরএস

গোলাম মোহাম্মদ কাদের
জাতীয় পার্টি
সংস্কার প্রস্তাব

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।