সংস্কার শেষে নির্বাচন হবে: ফয়জুল করীম

Featured Image
PC Timer Logo
Main Logo

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ছবি: সংগৃহীত

ঢাকা: ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, সংস্কার শেষে সঠিক সময়েই দেশে নির্বাচন হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের পৌরপার্কে আয়োজিত এক গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ গণসমাবেশ আয়োজন করে গোপালগঞ্জ জেলা বিএনপি।

ফয়জুল করীম বলেন, ‘সব কিছু দেখা শেষ। সোনার বাংলা দেখেছি, সবুজ বাংলা, নতুন বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। এবার হবে ইসলামী বাংলাদেশ।’

তিনি বলেন, ‘ইসলামী অর্থ ব্যবস্থায় সবসম্পদ গরিবদের জন্য। কিন্তু, এই কপাল পোড়া গরিবের গুষ্টি নিজেদের ভাগ্য পরিবর্তন করতে জানে না। ওরা চোর-ডাকাত, বদমাশ, লুটেরা এবং খুনিদের ক্ষমতায় বসায়। যারা গরিব-দুঃখী মেহনতীদের জন্য কাজ করে, তাদের ওরা পছন্দই করে না।’

ফয়জুল করীম বলেন, ‘আমি বিশ্বাস করি- যদি ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করা হয়, তাহলে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিব দারিদ্র সীমার ওপরে চলে যাবে। মানবতা, সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। দেশ সব ধর্মের মানুষ ভালো থাকবে, তাদের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে।’

ইসলামী আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদারের সভাপতিত্বে গণসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের সাংঠনিক সম্পাদক মোহাম্মাদ আরিফুল ইসলাম প্রমুখ।

বাংলানিউজবিডিহাব/এজেড/পিটিএম

নির্বাচন
ফয়জুল করীম
সংস্কার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।