সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ২০০ কক্ষ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



অগ্নিকাণ্ডে সচিবালয়ের ৭ নম্বর ভবনের চার তলার প্রায় দুই শতাধিক কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন গণপূর্ত উপ-সহকারী প্রকৌশলী আবদুল মান্নান ভূঁইয়া। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা তদন্তের পরই বলা যাবে বলে জানান তিনি। সোমবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ভবনটি মেরামত করা যাবে। বাকিটা তদন্ত প্রতিবেদন পেলে বোঝা যাবে।
ভবনটি ব্যবহার উপযোগী হবে কি না এ বিষয়ে তিনি বলেন, এ পর্যন্ত অনেক উচ্চপর্যায়ের দল তদন্ত করেছে।

এদিকে, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি আগামীকাল প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে। সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে সভা শেষে সিনিয়র সচিব নাসিমুল গণি সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের প্রাথমিক প্রতিবেদন আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। কিছু নমুনা বিদেশে পাঠানো হবে বলেও জানান সচিব।

  • আগুন
  • রুম
  • ক্ষতিগ্রস্ত
  • প্রাথমিক রিপোর্ট
  • সচিবালয়
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।