স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৮
ঢাকা: প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা করা হয়েছে। প্রবেশের ক্ষেত্রে থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কার্ড রিডার স্ক্যানিং ব্যবহার করে আরও কঠোর ও অত্যাধুনিক হচ্ছে প্রবেশ পদ্ধতি।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি সই করা সচিবালয়ে প্রবেশ নীতিমালা ২০২৫ এ এসব তথ্য জানানো হয়েছে।
নতুন নীতিমালায় যা রয়েছে
- কার্ডধারী কর্মকর্তা/কর্মচারি সচিবালয়ে প্রবেশের পূর্বে দেহ আর্চওয়ে, মেটাল ডিটেক্টরের মাধ্যমে এবং তাদের সঙ্গে বহনকৃত ব্যাগ/বস্তু ব্যাগেজ স্ক্যানারে মাধ্যমে স্ক্যান করবে।
- কার্ডধারীরা গেইটে প্রবেশের সময় কেবলমাত্র কার্ড রিডার স্ক্যানিং ব্যবহার করে সুনির্দিষ্ট গেইটের মাধ্যমে প্রবেশ করবেন।
- কার্ডধারী কর্মকর্তা/কর্মচারি/ব্যক্তি গাড়ি নিয়ে প্রবেশ করার পূর্বে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে কার্ড স্ক্যানপূর্বক প্রবেশ করবেন।
- সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারি/ব্যক্তিরা প্রাপ্ত কিউআর কোডটি সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে গেইটে স্থাপিত কিউআর কোড রিডারের মাধ্যমে স্ক্যান করলে মনিটরে প্রদর্শিত ছবি ও তথ্যাদি মিল সাপেক্ষে প্রবেশের অনুমতি প্রাপ্ত হবেন।
- কিউআর কোডধারী কর্মকর্তা/কর্মচারি/ব্যক্তি গাড়ি নিয়ে প্রবেশ করার পূর্বে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে কিউআর কোড স্ক্যানপূর্বক প্রবেশ করবেন।
- প্রযুক্তিগত পরিবর্তন সাপেক্ষে উপযুক্ত অন্য কোনো পদ্ধতি প্রবেশ ও বহির্গমনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
- দর্শনার্থী যে মন্ত্রণালয়/বিভাগে প্রবেশের অনুমতি পাবেন তিনি শুধুমাত্র সেখানেই যেতে পারবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সচিবালয় ত্যাগ করবেন। প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান ও বহির্গমন নিয়ন্ত্রণ করা যাবে।
স্থায়ী প্রবেশ পাস
যেসব ব্যক্তি/ব্যক্তিবর্গ সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী প্রবেশ পাসের জন্য যোগ্য বিবেচিত হবেন।
- সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত মন্ত্রণালয়/বিভাগ/দফতরসমূহের নিয়মিত কর্মকর্তা-কর্মচারি।
- সচিবালয়ের বাইরে কর্মরত সরকারের উপসচিব ও তদুর্ধ্ব কর্মকর্তা।
- অবসরপ্রাপ্ত সচিব।
- মন্ত্রী/উপদেষ্টা/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী/সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের সঙ্গে কর্মরত একান্ত সচিব ও সহকারী একান্ত সচিব।
- সচিবালয়ের অভ্যন্তরে পদায়নকৃত কেন্দ্রীয় পরিবহণ পুলের গাড়ি চালক।
অস্থায়ী প্রবেশ পাস
যেসব ব্যক্তি/ব্যক্তিবর্গ অস্থায়ী প্রবেশ পাসের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন-
- বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে সংযুক্ত।
বাংলানিউজবিডিহাব/জেআর/এইচআই