‘সড়ক দুর্ঘটনা যুদ্ধের চেয়েও ভয়াবহ’

Featured Image
PC Timer Logo
Main Logo

নিরাপদ সড়ক চাই আয়োজিত সুধী সমাবেশে। ছবি: সংগৃহীত

খুলনা: নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, আইন না জানা ও না মানার কারণে সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে। প্রতিদিন সড়কে প্রায় ৩০ থেকে ৩৫ জনের মৃত্যু হচ্ছে। এর থেকে ভয়ংকর আর কিছু হতে পারে না। প্রতিদিন সড়কে যে হারে মৃত্যু হয়, কোনো যুদ্ধে এত মানুষ নিহত হয় না।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে সড়ক দুর্ঘটনা রোধকল্পে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখা, ছাত্র শিক্ষক ও সুধী আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সড়ক দুর্ঘটনা যুদ্ধের চেয়েও ভয়াবহ। সবচেয়ে বেশি ঘটছে মোটরসাইকেল দুর্ঘটনা। এবং হেলমেট ব্যবহার না করার কারণে মৃত্যু হার বাড়ছে।’

অতিরিক্ত যানবাহনের কারণে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ঝুঁকি কমাতে হলে সচেতনতার কোনো বিকল্প নাই। তিনি সড়ক আইনের যথাযথ প্রয়োগ এবং আইন মেনে সড়কে চলাচলের ওপর গুরুত্বারোপ করেন।’

সমাবেশের বিশেষ অতিথি জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এবং উপজেলা বিএনপির সভাপতি ডা. মো. আব্দুল মজিদের কাছ থেকে সড়ক দুর্ঘটনা রোধে নিরাপদ সড়ক নিশ্চিতে কাজ করবেন- এমন প্রতিশ্রুতি নেন নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির মহাসচিব এসএম আজাদ হোসাইন, ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক কাইয়ুম হোসেন, কার্যকরী সদস্য শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ।

বাংলানিউজবিডিহাব/পিটিএম

নিসচা
ভয়াবহ
সড়ক দুর্ঘটনা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।