দুই সন্তানকে বাঁচাতে মৃত্যুকে আলিঙ্গন করেন এই দম্পতি। অস্ট্রেলিয়ায় বসবাসরত এই বাংলাদেশি দম্পতি খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তারা হলেন ডাঃ শহিদুল ইসলাম স্বপন ও ডাঃ সাবরিনা আহমেদ পাপদী। ডাঃ স্বপন খুবীর নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) শাখার ৯৭ ব্যাচ এবং ডাঃ পাপদী একই শাখার ৩য় ব্যাচের ছাত্র। শনিবার (২৮ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার পার্থের কাছে ওয়ালপোলে সমুদ্র সৈকতে হাঁটার সময় তাদের মৃত্যু হয়।
খুবীর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ মিজানুর রহমান জানান, সাগরের পানিতে ডুবে ওই দম্পতির দুই সন্তান মারা যায়। এসময় তাদের উদ্ধার করতে দ্রুত সাগরে চলে যায়। শিশুটিকে জীবিত উদ্ধার করতে পারলেও তারা পানিতে ডুবে মারা যায়।
স্থানীয় পুলিশ সৈকত থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে। ডঃ শহীদুল হাসান স্বপন খুলনা বিশ্ববিদ্যালয়ে নগর ও গ্রামীণ পরিকল্পনা বিষয়ে প্রভাষক ও সহকারী অধ্যাপক হিসেবে অধ্যাপনা করেছেন এবং অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
এদিকে রেজাউল করিম ইউআরপি ডিসিপ্লিনের সাবেক ছাত্র খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সাবরিনা আহমেদ পাপদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন শহীদুল হাসান স্বপন ও ডা.