
কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ডের অভিযান চলাকালে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে শফি আলম (৩৩) নামের এক লবণচাষির মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টায় মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চিকনীপাড়া-ঝাপুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফি আলম চিকনিপাড়ার নজির আহমেদের ছেলে।
নিহত শফি আলমের ভাই মনিরুল আলম বলেন, আমার ভাই মাঠে লবণ চাষের কাজ করছিল। এসময় ওই এলাকায় কোস্টগার্ড অভিযান চালায়। একপর্যায়ে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আমার ভাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।
মহেশখালী থানার ওসি কাইছার হামিদ জানান, মহেশখালী হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ খবর শুনে হাসপাতালে পুলিশ গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। প্রাথমিকভাবে জানতে পেরেছি কোস্টগার্ডের অভিযান চলাকালে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এসময় গুলিতে শফি আলম নিহত হয়। তদন্তের পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।