সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা আরও এক দফা বাড়ানো হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে এ বিষয়ে তাদের বক্তব্য জমা দিতে হবে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে যে সরকারি কর্মচারীদের সম্পদ ঘোষণার তথ্য কর্তৃপক্ষের কাছে সিল করা খামে জমা দেওয়ার সময়সীমা 15 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেড় লাখ সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব জমা দিতে বাধ্য করা হয়। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সম্পদের বিবরণী দাখিলের সময় ছিল তাদের। পরে তা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।