সরকারের এই ফিটনেস নিয়ে জাতীয় নির্বাচন অসম্ভব : নুর – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জুলাই সনদের ঘোষণার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদের যে ফিটনেস দেখতে পাচ্ছি, তাতে জাতীয় নির্বাচন করা সম্ভব নয়। আগামীতে স্বৈরাচারীরা নাশকতা ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। এ জন্য উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে অবিলম্বে জুলাই সনদের ঘোষণা দিন।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন’ (২০১৮-২৪) শীর্ষক এক আলোচনা সভায় নুরুল হক নুর এ মন্তব্য করেন। গণঅধিকার পরিষদের আয়োজনে বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় ২টায়।

জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের তালিকা নিয়ে নুর বলেন, ‘ছিনতাই করতে গিয়ে মারা যাওয়া ও জুলাই আন্দোলন-সংগ্রামে যারা ছিল না তাদেরও তালিকায় আনা হয়েছে। এই ভুলটা হলো কী করে। এ তালিকা যারা করেছে তারা জুলাইয়ের শহীদদের প্রতি অবমাননা ও অশ্রদ্ধা করেছে। এ প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে।’

নুরুল হক নুর আরও বলেন, ‘একটি দলকে বিবেচনা করে জুলাই সনদ নিয়ে তো আলোচনা করা যায় না। এই জুলাই গণ-অভ্যুত্থান কোনো রাজনৈতিক বন্দোবস্তের নেতাদের দ্বারা হয়নি; বরং পুরোনো ধারা পরিবর্তনে তরুণদের নেতৃত্বে এই গণ-অভ্যুত্থান হয়েছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই তরুণদের প্রাধান্য দিতে হবে। আমরা বিভেদ-বিভাজন সৃষ্টি হয় এমন বক্তব্য থেকে দূরে থাকি। তার মানে এই নয়, আমরা সব বিষয় নীরবে-নিভৃতে মেনে নেব। ঐকমত্য কমিশনে সাংবাদিক, শিক্ষক ও প্রতিটি পেশাজীবী সংগঠনের মতামত নিতে হবে।’ যে আলোচনা হয়, সেটা গণভিত্তিতে মতামত নিয়ে গণভোটের আয়োজন করারও দাবি জানান তিনি।

  • জাতীয় নির্বাচন
  • ফিটনেস
  • সরকার
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।