স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৩১
ঢাকা: জাতি গঠনের এই সময়ে কোথায় সংস্কার প্রয়োজন- তা গণমাধ্যমই জানাতে পারে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, গণমাধ্যমের দায়িত্ব সরকারের ভুলত্রুটি এবং সমাজের অসঙ্গতি তুলে ধরা। সেইসঙ্গে সংবাদমাধ্যমের ফোকাস ঠিক রাখা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে দৈনিক স্বদেশ প্রতিদিন আয়োজিত ‘ফান্ডামেন্টালস অব জার্নালিজম: প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল স্কিলস ফর ইমার্জিং জার্নালিস্টস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘সংবাদপত্রের মাধ্যমে স্বার্থের দ্বন্দ্ব এড়িয়ে চলতে হবে। কারণ, জনগণ সেইসব পত্রিকাই পড়েন, যারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে।’
তিনি বলেন, ‘বুড়িগঙ্গার তলদেশ ২-৫ মিটার পর্যন্ত প্লাস্টিক ও পলিথিনে ভরে গেছে। মাইক্রো প্লাস্টিক মানুষের মস্তিষ্কে পর্যন্ত প্রবেশ করছে। অথচ প্লাস্টিকের বিকল্প রয়েছে। তাহলে কেন তা ব্যবহার করা হবে না?’
তিনি আরও বলেন, ‘জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে। অহেতুক হর্ন বাজানো বন্ধ করতে হবে। চালকদের এ বিষয়ে সচেতন করতে হবে।’
পরিবেশ রক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় সাংবাদিকদের লিখতে হবে। সেখানকার মানুষের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করাও জরুরি।’
বাংলানিউজবিডিহাব/এফএন/পিটিএম