ম্যাচে পরিস্কার ফেভারিট ছিল ভারত। তবে বাংলাদেশ আগে বোলিং করতে নেমে শক্তিশালী ভারতকে একশ সত্তোরের (১৬৮) আগেই আটকে রাখলে মনে হচ্ছিল কিছু একটা হলেও হতে পারে। তরুণ ওপেনার সাইফ হাসান দাপুটে একটা ইনিংস খেললেনও। কিন্তু সাইফকে সঙ্গ দিতে পারলেন না কেউই! হতাশার ব্যাপার সাইফের সঙ্গে এক পারভেজ হোসেন ইমন ছাড়া বাংলাদেশের বাকি ব্যাটারদের মধ্যে কেউ দুই অঙ্কের কোটা পেরুতেই পারলেন না! ফলাফল ভারতের বিপক্ষে বড় হার।
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে ৪১ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ১৬৮ রান তুলেছিল ভারত। পরে এক সাইফ হাসান ছাড়া বাকিদের ব্যর্থতার দিনে বাংলাদেশ গুটিয়ে গেছে ১২৭ রানে।
এই জয়ে এশিয়া কাপের ফাইনাল মোটামুটি নিশ্চিত ভারতের। অপর দিকে বাংলাদেশ হারলেও তাদের ফাইনাল খেলার সমীকরণ এখনো টিকে আছে। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে লাল-সবুজের দল। সেই ম্যাচে জিতলে ফাইনালে উঠে যেতে পারে বাংলাদেশ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আবুধাবিতে ভারতের ১৬৮ রানের জবাব দিতে নেমে শুরুটাই ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার তানজিদ হাসান তামিম ফিরেছেন মাত্র ১ রান করে। দ্বিতীয় উইকেট জুটিতে বলার মতো একটা জুটি গড়েছেন সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন।
৪০ রান যোগ করেন দুজন। পারভেজ হোসেন ইমন ১৯ বলে ২১ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর সাইফ একাই টেনেছেন দলকে, বাংলাদেশ দলের অন্যরা দাঁড়াতেই পারেননি।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তিন বল আগে ১২৮ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। সাইফ হাসান ৫১ বলে ৬৯ রান করেছেন। এই রান করতে তরুণ ওপেনার চার মেরেছেন ৩টি, ছক্কা ৫টি। ভারতের হয়ে কুলদ্বীব যাদব ৩ উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।
এর আগে অভিষেক শর্মার ব্যাটে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ভারত। টস হেরে আগে ব্যাটিং করতে নামা ভারতের দুই ওপেনার শুরুতে রীতিমতো তুলধুনো করেছেন বাংলাদেশি বোলিং আক্রমণকে। প্রথম ৬ ওভারে ৭৭ রান তোলে ভারতের দুই ওপেনার।
শুভমান গিল ১৯ বলে ২৯ রান করে ফিরলে এই জুটি ভাঙে। তারপর পর পর উইকেট হারিয়েছে ভারত তবে রানের চাকা থেমে যায়নি। তার বড় কৃতীত্ব অভিষেক শর্মার। যতক্ষণ ক্রিজে ছিলেন অসহায় বানিয়ে রেখেছিলেন বাংলাদেশি বোলারদের।
রান আউট হওয়ার আগে ২৭ বলে ৬টি চার ৫টি ছক্কায় ৭৫ রান করেছেন অভিষেক। শেষ দিকে হার্দিক পান্ডিয়া ২৯ বলে ৩৮ রান করেন। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রানে গুটিয়ে গেছে ভারত।