বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে ভারতের পুলিশ। তবে তিনি সাইফকে ছুরিকাঘাত করেছেন কি না বা সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ব্যক্তিই কি না তা নিশ্চিত হওয়া যায়নি। খবর এনডিটিভির।
ভারতীয় সংবাদমাধ্যমটি জানায়, অভিনেতা সাইফ আলি খানকে তার মুম্বাইয়ের বাড়িতে ছুরিকাঘাতের একদিন পর সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। প্রযুক্তিগত তথ্য এবং মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের পর প্রাথমিক পুলিশি বিচার-বিশ্লেষণে ওই ব্যক্তিকে আটক করা হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, লোকটিকে বান্দ্রা থানায় নিয়ে আসা হচ্ছে। এ সময় তাকে বেশ বিধ্বস্ত লাগছিল। তার সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। ছুরিকাঘাত-অনুপ্রবেশের মামলায় পুলিশ এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেপ্তার দেখায়নি।