![](https://jathasomoy.com/wp-content/uploads/2025/02/b559976366.jpg)
তিনদিন আন্দোলনের পর এবার অনির্দিষ্টকালের জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনাল বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। গতকাল মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সমিতির অ্যাডহক কমিটির সভাপতি খোরশেদ মিয়া আলম জানান, আইনজীবী সমিতির সাবেক, বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকসহ সবাই মিলে এ সিদ্ধান্ত হয়েছে। সাইবার ট্রাইব্যুনালের বিচারক এজলাসে বসে আইনজীবীদের সম্পর্কে কটূক্তি ও অশালীন আচরণ করেন। অনেক আইনজীবীর সঙ্গে এমন দুর্ব্যবহার ও অসৌজন্যমূলক আচরণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা আইনজীবী সমিতিতে মঙ্গলবার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, বুধবার থেকে এই আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জন করা হবে।
জানা যায়, গত বৃহস্পতিবার এক আসামির জামিন নামঞ্জুর করায় আসামি পক্ষের আইনজীবীরা অসন্তোষ প্রকাশ করেন। এ সময় বিচারক এজলাস ত্যাগ করে খাস কামরায় চলে যান। এর পর রোববার আইনজীবীরা বিচারকের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। আন্দোলনের মুখে ওই দিন এজলাসে ওঠেননি বিচারক। পরদিন ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট শামসুজ্জামান দীপুর নেতৃত্বে আইনজীবীরা বিচারকাজ পরিচালনায় বাধা দেন। হট্টগোলের এক পর্যায়ে দুপুর ১২টার দিকে এজলাস ত্যাগ করেন বিচারক। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের কর্মচারীরা জানান, গতকাল আইনজীবীদের বাধার পর বিচারক নূরে আলম আর এজলাসে বসেননি।