‘সাকিবকে আওয়ামী লীগে যোগ দিতে নিষেধ করেছিলাম, না শুনে বিপদে পড়েছে’

Featured Image
PC Timer Logo
Main Logo

সাকিব আল হাসান। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগে যোগ দেওয়ার আগে ক্রিকেটার সাকিব আল হাসান তার কাছে গিয়েছিলেন। তিনি সাকিবকে আওয়ামী লীগে যোগ দিতে নিষেধ করেছিলেন কিন্তু তার কথা শোনেনি। সে জন্যই এখন বিপদে পরেছেন।

আজ (শনিবার) জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নিজের বক্তব্যে এমন কথা বলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন।

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। তামিমকেও রাজনীতি বিষয়ে পরামর্শ দিয়েছেন মেজর হাফিজ।

তিনি বলেন, ‘সাকিব আল হাসান আমার বাসায় এসেছিল একদিন। আমার পরিচিত সামরিক বাহিনীর এক কর্মকর্তা তাকে নিয়ে এসেছিল। আমার সঙ্গে পরিচয় ছিল না। এমনিই খেলা দেখেছি টেলিভিশনে। বলল আপনার সঙ্গে দেখা করতে চায়। অ্যাডভাইস নিতে চায়। বললাম, আমি তো বিরোধী দল করি। সে তো বিরোধী দলে যোগ দেওয়ার জন্য নিশ্চয়ই আসবে না। পরে এলো। তাকে অনেক কথাবার্তা বললাম। তাকে একটা উপদেশ দিয়েছি, যেটি সে গ্রহণ না করে বিপদে পড়েছে। তাকে আমি বলেছি ‘যা করো না করো, আওয়ামী লীগ কোনো দিন করবা না।’’ সে এটা শুনে একটু বিমর্ষ হলো। তার ধারণা আওয়ামী লীগে গেলে মন্ত্রী হবে, এটা-ওটা হবে। এমপি তো হবেই।’

আশির দশকে দাপুটে ফুটবলার ছিলেন হাফিজ উদ্দিন। জাতীয় দলে খেলেছেন দাপিয়ে। তিনি বলেন, ‘তাকে (সাকিবকে) বললাম, দেখো আমিও তোমার মতো খেলোয়াড় ছিলাম। আমারও পরিচিতি ছিল। একসময় পাকিস্তান জাতীয় দলে আমি একাই বাঙালি ছিলাম। অনেক সুযোগ-সুবিধা নিতে পারতাম। কিন্তু খেলোয়াড় অবস্থায়, জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতিতে যোগদান করা আমার ঠিক মনঃপূত হচ্ছে না।’

‘সাকিবকে বললাম তুমি এখন রাজনীতিতে যেয়ো না। আর গেলে এই দলটির (আওয়ামী লীগ) বেশি দিন আর আয়ু নাই। সে চুপচাপ থেকে পরে চলে গেল। যদি সে আমার কথা শুনত, এভাবে রাজনীতিতে না যেত, নির্বাচনে না যেত, আজ অনেক সম্মানের সঙ্গে ঢাকার রাজপথে বিচরণ করতে পারত। এখন তো তার বাড়ি আসাই মুশকিল হবে।’- বলেছেন মেজর (অব.) হাফিজ।

আওয়ামী লীগের মনোনয়নে সাংসদ নির্বাচিত হন সাকিব। ছাত্র-জনতা আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার সময় থেকেই দেশের বাহিরে সাকিব। দেশে ফিরতে পারছেন না তিনি।

সাকিবের উদাহরণ টেনে তামিম ইকবালকেও রাজনীতি বিষয়ে পরামর্শ দিয়েছেন মেজর (অব.) হাফিজ। তিনি বলেন, ‘এখানে যারা ক্রিকেটের, ফুটবলের, হকির খেলোয়াড় আছে, বিশেষ করে তামিম ইকবালকে বলব, তার যথেষ্ট নাম আছে। তার ব্যাটিং আমার খুব পছন্দ। এ রকম অ্যাগ্রেসিভ খেলোয়াড় এখন দেখাই যায় না। সুতরাং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে হ্যান্ডল করতে পারে নাই। যার জন্য মানসিকভাবে খেলার আগে বিড়ম্বিত ছিল। সময়ের আগেই হয়তো কোনো কোনো ফরম্যাট থেকে অবসর নিয়েছে।’

banglanewsbdhub/এসএইচএস

তামিম ইকবাল
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ
সাকিব আল হাসান

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।