সাকিবের আবেগঘন বার্তা— আমার ভাই তামিমের জন্য দোয়া করবেন

Featured Image
PC Timer Logo
Main Logo

হার্ট অ্যাটাক করে সাভারের একটি হাসপাতালে ভর্তি আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তামিমের জন্য আজ সারাদিন দেশে এবং দেশের বাইরে হাজারো মানুষের উৎকণ্ঠা। তামিমের জন্য দোয়া চেয়েছেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

একটা সময় দুজন ছিলেন পরম বন্ধু। সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কটা আর নেই অনেকদিন ধরেই। দুজনের কথা বলাও বন্ধ দীর্ঘদিন ধরে। আজ তামিম গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে দোয়া চেয়েছেন সাকিব।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও কলে সাকিবকে বলতে শোনা যায়, ‘আশা করি, তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর পরিবারের জন্যও। কঠিন সময়টা যেন পার হয়ে যেতে পারে।’

পরে রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে তামিমের জন্য দোয়া চেয়েছেন সাকিব। আজ ছিল সাকিবের জন্মদিন। জন্মদিনে শুভেচ্ছা জানানো সকলের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে তামিমের জন্য দোয়া চেয়েছেন সাকিব। লিখেছেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।
তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।

তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার । দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!’

আজ সোমবার (২৪ মার্চ) সাভারের বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার সময় অসুস্থ হয়ে পরেন তামিম ইকবাল। বুকে হালকা ব্যথা অনুভব হলে তাকে পার্শ্ববর্তী ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয় তামিমকে। পরে কিছুটা ভালো অনুভব করলে হেলিকপ্টারে করে ঢাকায় আসার কথা জানান তামিম। সে অনুযায়ী হেলিকপ্টারও ডাকা হয়।

কিন্তু তারপর আবারও হার্ট অ্যাটাক করেন তামিম। যেটাকে বলা হচ্ছে ম্যাসিভ হার্ট অ্যাটাক। প্রত্যাক্ষদর্শীদের মতে, সেই সময়টা ছিল খুবই ভয়াবহ। তামিমের শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। কোনো প্রকার সাড়া দিচ্ছিলেন না। জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এবং একটা সময় পালসও পাওয়া যাচ্ছিল না।

দ্বিতীয় দফায় দ্রুত হাসপাতালে নেওয়ার পর আইসিইউ’তে নেওয়া হয় তামিমকে। পরে তার হার্টে রিং পরানো হয়। দীর্ঘক্ষণ পর জ্ঞান ফিরে তামিমের। পরে পরিবারের লোকজনের সঙ্গে কথাও বলেছেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘুমাচ্ছেন তামিম। তার শরীরের অবস্থা এখন অনেকটাই ইতিবাচক। পরিবারের সদস্যরা ফজিলাতুন্নেছা হাসপাতালে অপেক্ষা করছেন।

banglanewsbdhub/এসএইচএস

তামিম ইকবাল
সাকিব আল হাসান

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।