সাকিব না থাকায় ‘লাক্সারির’ সুযোগ নেই: সালাউদ্দিন

Featured Image
PC Timer Logo
Main Logo

চলতি শ্রীলংকা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশ, জিতেছে দ্বিতীয়টি। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ ব্যবধানে সমতা। শেষ ম্যাচে জয়-পরাজয়ের ওপর নির্ভর করবে সিরিজের জয়-পরাজয়। এদিকে, চলতি সফরে বাংলাদেশের একাদশ নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। বিশেষ করে টি-টোয়েন্টি সিরিজে।

টি-টোয়েন্টি একাদশে মেহেদি হাসান মিরাজকে নিয়ে প্রশ্ন  অনেকের। সেই সঙ্গে পাওয়ার প্লেতে বোলিং করার সামর্থ থাকা নাসুম আহমেদ ও শেখ মাহেদিকে কেন একাদশে রাখা হচ্ছে না সেটা নিয়েও প্রশ্ন। এদিকে, বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, সম্ভাব্য সেরা একাদশটাই নামানো হয় মাঠে। সাকিব আল হাসানের অনুপস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে সালাউদ্দিন বলেছেন, সাকিব না থাকায় লাক্সারির সুযোগ নেই।

প্রায় বছর খানেক ধরে জাতীয় দলের বাহিরে সাকিব। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই পারদর্শী সাকিবের মতো একজন অলরাউন্ডার দলে থাকলে একজন বাড়তি ব্যাটার বা বোলার নিয়ে খেলার কথা চিন্তা করতে পারে দল। কিন্তু সাকিব না থাকায় সেই ব্যালেন্সটা করতে পারছে না বাংলাদেশ। সালাউদ্দিন সেটাই বুঝাতে চেয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের লাক্সারি করার সুযোগ থাকে না। অনেক সময় ব্যাটার শর্টেজ, অনেক সময় বোলার শর্টেজ। সাকিব থাকাকালে লাক্সারির সুযোগ ছিল, একটা এক্সট্রা ব্যাটার বা বোলার খেলাতে পারতাম।’

দল নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে ধারণা দিতে গিয়ে সালাউদ্দিন বলেন, ‘দলের শক্তি অনুযায়ী আমাদের চলতে হয়। সেভাবেই টিম সেটআপ করি। আমরা জানি নাসুমকে খেলালে বেনিফিট হতে পারে, কিন্তু তখন হয়ত রিশাদকে বসাতে হবে বা অন্য কাউকে। সব দিকে ব্যালেন্স করে দল করতে হয়। যেহেতু ব্যাটিংয়েও তাকাতে হয়, ব্যাটার কতজন আছে, কে ফর্মে বা অফ ফর্মে আছে। এ কারণে বলব যেটাই চেষ্টা করি সবাই মিলেই করি। চেষ্টা করি সম্ভাব্য সেরা একাদশ খেলানোর।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।