
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশের এলাকা থেকে সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে তিন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা পৌনে দুইটা থেকে বিকেল সোয়া পাঁচটার মধ্যে তাঁদের অচেতন অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তিনজনই পুরুষ, তবে তাদের কারও পরিচয় এখনো পাওয়া যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করে জানান, প্রথম লাশটি উদ্ধার করা হয় দুপুরে হাসপাতালের ফটকের সামনে থেকে। শাহবাগ থানার পুলিশ অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনে, পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স আনুমানিক ৫০ বছর।
এর কিছুক্ষণ পর বিকেল ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের বিপরীত পাশে প্রাচীরের কাছ থেকে আরেক যুবককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। তার বয়স ৩০ বছরের মতো বলে জানা গেছে।
পনেরো মিনিট পর শাহবাগ থানার আরেক দল পুলিশ হাসপাতালের জরুরি বিভাগের ফটকের সামনে থেকে তৃতীয় ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানেও চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিদর্শক ফারুক বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।