সাতক্ষীরায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

সাতক্ষীরায় এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  রোববার ভোর ৩টার দিকে সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় ভাড়া বাড়ি থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। মৃত অনুপম কুমার ঘোষ (২৬) কনস্টেবল পদে ছিলেন। তিনি বাগেরহাট জেলার চিতলমারী থানার দুর্গাপুর খরমখালী গ্রামের আশীষ কুমার ঘোষের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম বলেন, অনুপম ঘোষ সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি রসুলপুর এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। ডিউটি শেষে গতকাল শনিবার রাত ২টার দিকে বাসায় ফেরেন। পরে ভোর ৩টার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোর রাত ৪টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মারুফ হাসান বলেন, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

 

  • উদ্ধার
  • পুলিশ সদস্য
  • মরদেহ
  • সাতক্ষীরা
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।