‘সাত কলেজ একত্রিত করে বিশ্ববিদ্যালয়ের চিন্তা, শুধু তিতুমীর হবে না’

Featured Image
PC Timer Logo
Main Logo

ঢাকা: পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, শুধু তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে আলাদা গুরুত্ব দিয়ে কোন বিশ্ববিদ্যালয় হবে না। এই দাবির কোনো যৌক্তিকতাও নেই।

রোববার (২ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা চিন্তা করছি সাতটি কলেজকে একত্রিত করে একটি বিশ্ববিদ্যালয়ের মতো করা যায় কি না। এজন্য কাজ করছে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি। এ অবস্থায় একটি কলেজের শিক্ষার্তীরা সময় বেঁধে দিয়ে যে আন্দোলন করছে সেটি ঠিক নয়। আমরা অন্তবর্তীকালীন সরকার। দাবি দাওয়া মানতে আসিনি। আমরা কিছু সংস্কার কাজ করছি। সেখানে জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন করা যৌক্তিক নয়। ছাত্ররা আন্দোলন করে ভালো, কিন্তু তাদের তো পড়ালেখা করতে হবে। পরীক্ষা না দিলে তো ভবিষ্যৎ সমস্যা হবে।

প্রসঙ্গক্রমে তিনি আরো বলেন, দেশে অনেক ঐতিহ্যবাহী কলেজ আছে। যেমন-রাজশাহী কলেজ সবচেয়ে ঐতিহ্যবাহী। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়েরও আগে হয়েছে। তাহলে সেখানেও কি বিশ্ববিদ্যালয় করতে হবে? বর্তমানে প্রায় ৫০ এর উপওে বিশ্ববিদ্যালয় রয়েছে। যার অর্ধেকই হয়েছে গত ৭ বছরে। এসবের বাইরে নতুন বিশ্ববিদ্যালয় চাপ সৃষ্টি করবে। আমরা এমন কোন সিদ্ধান্ত নেব না। যাতে আগামী সরকারের উপর চাপ সৃষ্টি হয়।

বাংলানিউজবিডিহাব/জেজে/আরএস

ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ
তিতুমীর কলেজ
সাত কলেজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।