সাত মাসে রাজস্ব আদায়ে ৫১ হাজার কোটি টাকা পিছিয়ে এনবিআর – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ছে রাজস্ব আদায়ে। গত মাস জানুয়ারি পর্যন্ত রাজস্ব আহরণ সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২১ শতাংশ বা ৫১ হাজার কোটি টাকা পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আগের মাস ডিসেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব সংগ্রহ ৫৭ হাজার ৭২৪ কোটি টাকা পিছিয়ে ছিল।

চলতি ২০২৪-২৫ অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি মাস পর্যন্ত সাত মাসে প্রায় ২ লাখ ৪৬ হাজার ৯১৬ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিয়েছিল এনবিআর। এ সময়ে আদায় হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৮৬০ কোটি টাকা। অর্থাৎ চলতি অর্থ বছরের প্রথম সাত মাসে সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় ৫১ হাজার কোটি টাকা কম হয়েছে।

চলতি অর্থ বছরের বাজেট বাস্তবায়নে জোগান দিতে এনবিআরের মাধ্যমে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল তা সংশোধন করে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা করা হয়।

রাজস্ব কম আদায় হওয়ার কারণ জানতে চাইলে এনবিআরের একজন কর্মকর্তা বলেন, অর্থবছরের একদম শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। এরপর ছাত্র-জনতার আন্দোলন ও সরকার পতনের পর যে রাজনৈতিক অস্থিরতা চলছে তার প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। শিল্প ও বাণিজ্যেও অস্থিরতা কাটেনি। এর প্রভাবও পড়েছে রাজস্ব আদায়ে। তাই অর্থ বছরের প্রথম মাস থেকে এ পর্যন্ত কোনও মাসেই লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় সম্ভব হয়নি।

এনবিআরের পরিসংখ্যান বিভাগের একজন কর্মকর্তা জানান, জানুয়ারি পর্যন্ত সাত মাসে আমদানি, ভ্যাট ও আয়কর কোনোটিতেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।

সাত মাসে রাজস্ব আদায়ে সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে আয়কর খাত। খাতটি থেকে সাত মাসে ৮৮ হাজার ৩৯৫ কোটি ৭৫ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল, আদায় হয়েছে ৬৪ হাজার ৮৪ কোটি টাকা। এই আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ২৭ দশমিক ৫০ শতাংশ কম।

সাত মাসে রাজস্ব আদায়ে সবচেয়ে পিছিয়ে থাকার তালিকায় আয়কর খাতের পরেই আছে আমদানি খাত।

এই সাত মাসে আমদানি খাতে ৭০ হাজার ৫১২ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৫৮ হাজার ২১০ কোটি টাকা। ঘাটতি রয়েছে ১২ হাজার ৩০২ কোটি টাকা বা ১৭ দশমিক ৪৫ শতাংশ।

এরপর রয়েছে মূল্য সংযোজন কর (ভ্যাট) খাত। এ খাত থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে আদায় হয়েছে ৭৩ হাজার ৫৬৬ কোটি টাকার রাজস্ব। খাতটি লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ দশমিক ৪১ শতাংশ পিছিয়ে রয়েছে। জানুয়ারি পর্যন্ত খাতটি থেকে ৮৮ হাজার ৮ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল এনবিআরের।

  • ৫১ হাজার কোটি টাকা
  • এনবিআর
  • ঘাটতি
  • রাজস্ব আদায়
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।