সাদপন্থিদের কার্যক্রম বন্ধ, জুবায়েরপন্থিদের বড় জমায়েত থেকে বিরত থাকার নির্দেশ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর কাকরাইল মসজিদে সদাপন্থীদের সব কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে জুবায়েরের সমর্থকদের বড় সমাবেশ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাবলিগ জামাত বাংলাদেশের (শুরাই নেজাম) মাওলানা জুবায়েরের অনুসারীদেরকে ২৭ ডিসেম্বর (শুক্রবার) বড় কোনো জমায়েত থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

এ ছাড়া মাওলানা সাদ গ্রুপের অনুসারীদের একই দিন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রিবাস)সহ তাবলিগ জামাতের যাবতীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত ও ৪০ জন আহত হন। ওই সংঘর্ষের ঘটনায় মামলাও হয়েছে।

  • কার্যক্রম
  • সমাবেশ
  • জুবায়ের পন্থী
  • নির্দেশাবলী
  • সদাপন্তী
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।