১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫১
বান্দরবান: অপারেশন ডেভিল হান্টে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চুচু মং মারমাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের ধুংরী হেডম্যান পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক বলেন, অপারেশন ডেভিল হান্টে তাকে গ্রেফতার করা হয়েছে। তাহার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।