ঢাকার সাভার মহাসড়কের ঢাকাগামী লেনের পুলিশ টাউন এলাকায় দুটি যাত্রীবাহী বাস ও একটি অ্যাম্বুলেন্সে আগুন লেগেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চারজনই দগ্ধ হয়েছেন।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দেড় ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। পরে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেওয়া বাসে ও শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়।
তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্সে থাকা চারজনই দগ্ধ হয়েছেন। কিন্তু বাসের যাত্রীরা বাস থেকে নেমে যায়। আহত সাতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এবং অনেককে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়।
এর আগে বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।