সামাজিক মাধ্যমে ক্রিকেটারদের ‘নিরব’ থাকার আহ্বান সিমন্সের

Featured Image
PC Timer Logo
Main Logo

আফগান সিরিজে হোয়াইটওয়াশ পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ক্রিকেটারদের নিয়ে সমালোচনা। সেই সমালোচনার জবাব আবার সেই মাধ্যমেই দিয়েছেন খোদ ক্রিকেটাররাই! এই পালটাপালটি বক্তব্যে বেশ উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সংবাদ সম্মলনে বাংলাদেশ কোচ ফিল সিমন্স বলছেন, ক্রিকেটারদের উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে চুপ থাকা।

আফগান সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর সমর্থকদের সমালোচনার জবাব ফেসবুকে দিয়েছিলে নাইম শেখ। সেই পোস্টে তাকেই উলট ধুয়ে দিয়েছেন সমর্থকরা।

গত ১৫ অক্টোবর রাতে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় কিছু সমর্থকের প্রবল ক্ষোভের মুখে পড়েন মোহাম্মদ নাঈম শেখ, তাসকিন আহমেদসহ কয়েকজন ক্রিকেটার।

সিমন্স বলছেন, সামাজিক মাধ্যমে ক্রিকেটারদের চুপ থাকাই শ্রেয়, ‘আমি খুশি যে আপনি প্রসঙ্গটি তুলেছেন। প্রথমত বলতে চাই, সামাজিক মাধ্যমে কী হচ্ছে, এসব নিয়ে ক্রিকেটারদের কিছু করার আছে বলে আমি একদমই মনে করি না। ব্যক্তি হিসেবে সবারই অধিকার আছে সামাজিক মাধ্যমে যা ইচ্ছা বলার। আন্তর্জাতিক ক্রিকেটার ও জাতীয় ক্রিকেটার হিসেবে আমার ক্রিকেটারদের অবশ্যই উচিত নয় এসবের জবাব দেওয়া।’

তবে সমর্থকরা যেন বর্ণবাদী আচরণ না করেন, সেই ব্যাপারেই আহ্বান জানালেন সিমন্স, ‘ক্রিকেটারদের প্রতি কোনো ধরনের বর্ণবিদ্বেষী সুর কোনোভাবেই থাকা ভালো কিছু নয়। আপনি যেখান থেকেই আসেন না কেন, আই ডোন্ট কেয়ার। কিন্তু জাকের আলির প্রতি যা হয়েছে, সেসবে আমি ক্ষুব্ধ। ভালো কিছু নয় এসব। তবে আপনাকে বলতে পারি, আমি চাই না আমার ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে কোনো ধরনের জবাব দেবে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।