উপপরিদর্শকদের (এসআই) সমাপনী কুচকাওয়াজ আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঞা বলেছেন, আগামীকাল ৪৮০ জন এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ হবে।
এদিকে বিভিন্ন ‘অজুহাতে’ প্রশিক্ষণ থেকে অব্যাহতি পাওয়া এসআইরা ঢাকায় সচিবালয়ে গতকাল সোমবার বিকেল থেকে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। তাঁদের গায়ে কাফনের কাপড়ও দেখা গেছে। আজ মঙ্গলবারও তাঁরা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
সারদা পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২১ জন এসআই ছিলেন। তাঁরা ২০২৩ সালের ৪ নভেম্বর সারদায় বনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। এর মধ্যে বিভিন্ন সময়ে গুরুতর অপরাধের অভিযোগে ২২ জনকে বাদ দেওয়া হয়। মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে চার ধাপে ৩২১ জন এসআইকে শোকজ করে একাডেমি। ইতিমধ্যে তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮, ১৮ নভেম্বর ৩ এবং সর্বশেষ ১ জানুয়ারি ৮ জনকে অব্যাহতি দেওয়া হয়। এই এসআইদের সমাপনীর তারিখ গত ২৬ নভেম্বরও স্থগিত হয়েছিল।
অব্যাহতি পাওয়া এসআইদের বিরুদ্ধে ‘নাশতা না খেয়ে বিশৃঙ্খলা এবং প্রশিক্ষণ চলাকালে হইচই’ করার অভিযোগ আনা হয়েছে। এই ব্যাচের অবশিষ্ট থাকা ৪৮০ জনের বুধবার সমাপনী হওয়ার কথা আছে।
একাডেমির সমাপনীর অপেক্ষায় থাকা এক এসআই জানান, ইতিমধ্যে তাঁদের র্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। তাঁরা সমাপনী কুচকাওয়াজের জন্য প্রস্তুত আছেন।
অন্যদিকে ঢাকায় আন্দোলনরত অব্যাহতিপ্রাপ্ত এক এসআই জানান, গতকাল সকাল থেকে তাঁরা সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে অবস্থান নেন। বিকেল চারটার পর তাঁরা আমরণ অনশন শুরু করেছেন। আজও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত আশানুরূপ কোনো বার্তা পাননি কারও কাছ থেকে।