সার্টিফিকেট তোলার আবেদন: আমাদের যখন এসএসসি অথবা এইচএসসি পড়াশোনা শেষ হয়ে যায় তখন স্কুল থেকে অথবা কলেজ থেকে সার্টিফিকেট তোলার খুবই প্রয়োজন হয়। অথবা আমাদের যখন সার্টিফিকেট হারিয়ে যায় তখন আমাদেরকে সার্টিফিকেট তোলার জন্য আবেদন করতে হয়।
কিন্তু সমস্যা হল আমরা অনেকেই সার্টিফিকেট তোলার সঠিক পদ্ধতি বা কিভাবে সার্টিফিকেট তোলার জন্য আবেদন করতে হয় এর দরখাস্ত লেখার সঠিক নিয়ম আমরা জানি না। এরই ধারাবাহিকতায় আমরা সে সকল ছাত্র-ছাত্রীদের জন্য এই প্রবন্ধটি তৈরি করেছি।
সারসংক্ষেপঃ আমরা এর মাধ্যমে জানতে পারবো কিভাবে সার্টিফিকেট তোলার জন্য দরখাস্ত লিখতে হয়। এর একটি পরিপূর্ণ ধারণা দেব। এছাড়া সার্টিফিকেট হারিয়ে গেলে কিভাবে ফরম * করতে হয় এবং কোথায় পাবেন তাও জানতে পারবেন।
কলেজ থেকে সার্টিফিকেট তোলার জন্য আবেদন: আমরা যখন এইচএসসি পরীক্ষা শেষ করে, বিশ্ববিদ্যালয় জীবনে পাড়ি জমায়। তখন আমাদের বিভিন্ন কাজে এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট প্রয়োজন হয়। এছাড়াও এইচএসসি পরীক্ষা শেষ করে,আমরা অনেক জায়গায় চাকরি করার জন্য আবেদন করি।
যারা এইচএসসি পাশ করার পর চাকরি করতে চায়,তাদের কলেজ থেকে সার্টিফিকেট তুলতে হবে। কলেজ থেকে সার্টিফিকেট তোলার জন্য একটি আবেদন পত্র অধ্যক্ষের কাছে লিখতে হবে। কিন্তু কিভাবে সার্টিফিকেট তোলার জন্য আবেদন পত্র লিখতে হয়,তা অনেকে অজানা রয়েছে।
তাই আজকে আমরা আপনাদের সামনে,কলেজ থেকে সার্টিফিকেট তোলার জন্য আবেদন পত্র লেখা শিখাবো। চলুন দেরি না করে, এইচএসসি সার্টিফিকেট তোলার জন্য আবেদন পত্র লেখা শুরু করা যাক।
সার্টিফিকেট তোলার আবেদন
সার্টিফিকেট তোলার আবেদন
বরাবর-
প্রধান শিক্ষক,
স্কুলের নামঃ
বিষয়ঃ এস এস সি পাশের সনদ উত্তোলন প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন এই যে আমি আপনার অত্র বিদ্যালয় থেকে (পাশের সাল উল্লেখ করুন ) সালে এস এস সি (যে ক্লাসের সার্টিফিকেট তুলতে চান তা উল্লেখ করুন) পরিক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হই। এখন আমার ব্যাক্তিগত প্রয়োজনে এস.এস.সি পাশের সনদটি প্রয়োজন। আমার এস.এস.সি এর রোল নং (এস এস সি রোল এখানে বসান) ও রেজিঃনং (এস এস সি রেজিস্ট্রেশন নং এখানে বসান)।
অতএব, আপনার নিকট আমার আকুল আবেদন এই যে, আমাকে আমার উক্ত এস.এস.সি পাশের সনদ প্রদান করে বাধিত করতে আপনার মন যেন আজ্ঞা হয়।
নিবেদক………..
আপনার নাম………..
স্কুলের নাম,………….
রোল নং………..
সার্টিফিকেট তোলার আবেদন
তাং: ০১-০৬-২০২২
বরাবর
অধ্যক্ষ
গাজীপুর সরকারি কলেজ
গাজীপুর,ঢাকা
বিষয়: সার্টিফিকেট তোলার জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার কলেজের প্রাক্তন একজন শিক্ষার্থী। বর্তমানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। কিন্তু আমার বিশেষ প্রয়োজনে এইচএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট জমা দিতে হবে। তাই আমি আমার এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট নিতে চাচ্ছি।
অতএব, আপনার নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত আমার সমস্যা বিবেচনা করে, আমাকে এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট দান করলে চির কৃতজ্ঞ ও আপনার নিকট ঋণী থাকব।
আপনার একান্ত অনুগত ছাত্র
মোঃ সফিউদ্দিন আহমেদ
শিক্ষাবর্ষ: ২০১৬-১৭
সার্টিফিকেট তোলার আবেদন
বরাবর
প্রধান শিক্ষক,
স্কুলের নাম
বিষয়ঃ এস এস সি পাশের সনদ উত্তোলন প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন এই যে আমি আপনার অত্র বিদ্যালয় থেকে(পাশের সাল) সালে এস এস সি পরিক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হই। এখন আমার ব্যাক্তিগত প্রয়োজনে এস.এস.সি পাশের সনদ টি প্রয়োজন। আমার এস.এস.সি এর রোল নং (এস এস সি রোল) ও রেজিঃনং (এস এস সি রেজিস্ট্রেশন নং)।
অতএব, আপনার নিকট আমার আকুল আবেদন এই যে, আমাকে আমার উক্ত এস.এস.সি পাশের সনদ প্রদান করে বাধিত করতে আপনার মন যেন আজ্ঞা হয়।
নিবেদক
আপনার নাম
স্কুলের নাম,
রোল নং
হারানো সার্টিফিকেট উত্তোলন ফরম
আমাদের যখন হারানো সার্টিফিকেট হারিয়ে যাই তখন আমরা হতাশ হয়ে পড়ি। কিভাবে সার্টিফিকেট এর ফর্ম পূরণ করব তা জানি না।
তখন আপনাকে নির্দিষ্ট একটি ফরম পূরণ করতে হবে। আর আমরা অনেকেই সেই ফরম টি খুঁজে থাকি। তবে আপনাকে যাতে করে অন্য কোথা থেকে এই ফরম টি সংগ্রহ করার প্রয়োজন না হয়। সে কারণে এবার আমি আপনাকে হারানো সার্টিফিকেট উত্তোলন ফরম টি নিচে প্রদান করলাম।
হারানো সার্টিফিকেট ফরম PDF File
হারানো সার্টিফিকেট এর ফর্ম টি ডাউনলোড করে, প্রিন্ট করে নিতে হবে। এরপরে কলম দিয়ে ফরমের উপরের বিস্তারিত তথ্যগুলো পূরণ করতে হবে।
যেমনঃ
- নাম
- ঠিকানা
- ডাকঘর
- থানা
- জেলা
- বিভাগ
- পিতার নাম
- মাতার নাম
- জন্মতারিখ
- স্কুলের নাম
- পাশের সাল ইত্যাদি
আরো অনেক কিছু ফর্মে পেয়ে যাবেন এগুলো সঠিকভাবে পূরণ করতে হবে।
আশা করি এ প্রবন্ধে মূল বিষয়টি বুঝতে আর কোন শব্দের প্রয়োজন নেই। যদি কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইটটি ফলো করুন, অন্যান্য তথ্যের বিস্তারিত জানুন।