জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের বেতন বেড়েছে। সেই সঙ্গে কোচ হিসেবে চুক্তির মেয়াদ ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত থাকলেও সালাউদ্দিনকে ২০২৭ সাল পর্যন্ত কোচ হিসেবে রাখতে সম্মত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২৪ সালে খণ্ডকালীন সময়ের জন্য বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পান সালাউদ্দিন। এখন সেই চুক্তি ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। শুধু চাকরির মেয়াদ বাড়ানো নয়, বেতনও বেড়েছে সালাউদ্দিনের।
সর্বশেষ কোচ ফারুক আহমেদের সময় নিয়োগ পেয়েছিলেন সালাউদ্দিন। সেই সময় তার বেতন ছিল ৭ থেকে ৮ লাখ টাকা। এবার নাকি সেই বেতন বাড়িয়ে ৯ লাখ ৬১ হাজার করা হয়েছে। প্রায় দশ লাখ টাকা বেতনের সঙ্গে সিরিজ ও সফর চলাকালীন সময়ে বাড়তি সুবিধা তো পাবেনই।
নতুন চুক্তিতে সালাউদ্দিনের সর্বোচ্চ ছুটি ধরা হয়েছে ৪০ দিন। বলা হয়েছে, ৩০ দিনের নোটিশে চাকরীচ্যুত করার বিধান রয়েছে।