সালিশ শেষে যুবককে হত্যা, আটক ১ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



কুমিল্লার দাউদকান্দিতে সালিশ শেষে শাকিল (২৯) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিটেশ্বর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জাকির হোসেন নামে একজনকে আটক করেছে। মৃত শাকিল বিটেশ্বর ইউনিয়নের একই গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা চালকের দ্বন্দ্বকে কেন্দ্র করে শুক্রবার বিকালে বিটেশ্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সালিশ বসে। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সালিশের শুরু থেকেই উপস্থিত ছিলেন।

তিনি জানান, বরকোটা এলাকার মোটরসাইকেল চালক ও বিটেশ্বর এলাকার অটোরিকশা চালকের মধ্যে গত বুধবার ঝগড়া হয়। ঝগড়ার বিষয়টি নিয়ে শুক্রবার বিকালে আমরা সালিশে বসি। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে অটোরিকশা চালকের চিকিৎসা বাবদ মোটরসাইকেল চালককে সাত হাজার টাকা জরিমানা করা হয়। তা মেনে নিয়ে এক হাজার টাকা জমা দেয় মোটরসাইকেল চালক। দুদিন পর বাকি টাকা পরিশোধ করবে বলে সালিশ সমাপ্ত করে সন্ধ্যায় আমরা চলে যাই। এরপর শুনি মারামারি হয়েছে। শাকিল নামে বিটেশ্বরের একজনকে আহত অবস্থায় গৌরীপুর হাসপাতালে নিয়ে গেছে। পরে শুনি ঢাকা নেওয়ার পথে শাকিল মারা গেছে।

মৃতের ফুফাতো ভাই আকাশ বলেন, শাকিল বিটেশ্বর বাজারে কসাইয়ের কাজ করতো। তার চাচাতো ভাই অটোরিকশা চালায়। তাকে নিয়েই সালিশ হয়। দরবার শেষে বরকোটার কয়েকজন গালাগালি করেছিল। তখন শাকিল তাদেরকে বলে, দরবারে যা হয়েছে সবাই মানছে। এখন গালাগালি করে কি হবে। এটা বলার কারণে কয়েকজন তাকে ধরে নিয়ে এলোপাথাড়ি মারধর করে। একপর্যায়ে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে ঢাকায় নেওয়া কথা বলা হয়। ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।’

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, হত্যার ঘটনায় জড়িত বরকোটা এলাকার জাকির হোসেনকে আটক করা হয়েছে। ঢাকা থেকে শাকিলের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। শনিবার সকালে শাকিলের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

  • আটক
  • যুবক
  • সালিশ
  • হত্যা
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।