যুক্তরাজ্য সাসেক্স আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক ও সিলেট এম সি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ্ মইযূর রহমান শামীমের স্মরণে গত শনিবার (১৮ জানুয়ারি) ব্রাইটন শহরের পাভেল রেস্টুরেন্টে এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সাসেক্স আওয়ামী লীগের সভাপতি ইমানুজ্জামান মহির ও সাসেক্স সিনিয়র সহসভাপতি সৈয়দ ফরিদ আলীর যৌথ সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলীমের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ্ শামীম আহমদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান ও যুক্তরাজ্য ছাত্রলীগের সহসভাপতি সরওয়ার আহমদ। দোয়া পরিচালনা করেন সাসেক্স আওয়ামীলীগের সহ সভাপতি জনাব আব্দুল কাইয়ূম। তার আগে বিদেহীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথিসহ সকলে শাহ মু্ইযূর রহমান শামীমের মর্মান্তিক ও আকস্মিক মৃত্যুতে শোক জানান এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। বিদেহীর স্মৃতিচারণ করে অনেকেই আবেগ আপ্লুত হন। সাসেক্স আওয়ামী লীগে তার মৃত্যুতে যে গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে, তা পূরণ হবার নয় বলে বক্তারা অভিমত ব্যাক্ত করেছেন।
শোকসভায় আরও উপস্থিত ছিলেন সাসেক্স আওয়ামী লীগের সহসভাপতি বদরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সানোয়ার আলী, সাংগঠনিক ও প্রচারণার দায়িত্বপ্রাপ্ত মোবারক হোসেন ভূইয়া, প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহ্ মুক্তাদির মুক্তা, কোষাধ্যক্ষ ছুরত আলী, ত্রাণ বিষয়ক সম্পাদক খসরু মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক আফরোজ উল্লাহ, প্রবীণ সদস্য ফারুক আহমদ ও সৈয়দ আজিজুল হক সাসেক্স যুবলীগের সহ সভাপতি এনামুল হক, সহ সভাপতি মুজিবুর চৌধুরী বিপ্লব, সাধারণ সম্পাদক সালাম বক্স, গ্রেটার সাসেক্স যুবলীগের সাধারণ সম্পাদক কয়েস আহমদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, প্রচারণা বিষয়ক সম্পাদক আলী আকবর প্রমুখ।
এদিকে শাহ্ মইযূর রহমান শামীমের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের ওয়েলস শাখার সভাপতি মোহাম্মদ মকিস মনসুর ও সাধারণ সম্পাদক এম.এ.মালিক এক যৌথ শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ বিদেহীর আত্মার মাগফেরাত কামনা করেছেন।